মেকানিক ছাড়াই নিজেই বুঝে নিন এই লক্ষণে,গাড়ির টায়ার কখন বদলাতে হবে

মেকানিক ছাড়াই নিজেই বুঝে নিন এই লক্ষণে,গাড়ির টায়ার কখন বদলাতে হবে

চলতি কো গাড়ি কেহতে হ্যায়, সে তো সকলেই জানি। আর তার মূল চলন্তিকা যে চাকা, সে কথাও জানা। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় বেশিরভাগ গাড়ির মালিকই সব থেকে বেশি অবহেলা করে থাকেন টায়ারের বিষয়টি। যেন ও একটা হলেই হয় গোছের ভাব! বিষয়টা মোটেও এত অবহেলার নয়। অনেকেই প্রতিদিন গাড়ির বিভিন্ন পার্টস ঠিক আছে কিনা লক্ষ্য রাখেন, টায়ারের দিকে নজর দেন না।রাস্তায় এমন বহু গাড়ি চলে যাদের টায়ারের অবস্থা খুবই খারাপ। টায়ার একবারে খারাপ না হওয়া পর্যন্ত, অনেকেই তা পরিবর্তন করতে চান না। কিন্তু এটি সব থেকে বেশি ঝুঁকির বিষয়। কারণ গাড়ির টায়ার খারাপ হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সব থেকে বেশি হয়ে থাকে। এ জন্য সব সময় গাড়ির টায়ারের পর্যবেক্ষণ এবং যত্ন করার প্রয়োজন রয়েছে। গাড়ির টায়ার খারাপ হয়েছে না ঠিক আছে তা খুব সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব।কিন্তু মনে রাখা দরকার যে, গাড়ির মাইলেজ এবং পারফরম্যান্স ভাল টায়ারের ওপর নির্ভর করে। গাড়ি ভাল রাখতে হলে গাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ টায়ারের যত্ন নেওয়া প্রয়োজন।

*এক নজরে দেখে নেওয়া যাক সেই সহজ উপায়—

★★টায়ারের উপরের অংশ পরীক্ষা-

সব ধরনের টায়ারের ক্ষেত্রেই তার উপরের অংশ সবার আগে খারাপ হতে থাকে। টায়ারের উপরের অংশ ধীরে ধীরে পাতলা হয়ে যায়। এর ফলে টায়ারের গুণগত মান খারাপ হতে থাকে এবং রাস্তার মধ্যে নানা সমস্যা সৃষ্টি করতে পারে। এর ফলে খুব সহজেই ব্রেক লাগে না এবং গাড়ি পিছলে যেতে পারে।টায়ারের উপরের অংশ ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি কয়েন ব্যবহার করা যেতে পারে। কয়েন যদি টায়ারের খাঁজে পুরো ঢুকে যায়, তাহলে সেই টায়ার ঠিক রয়েছে। কিন্তু, সেই টায়ারের ভিতরে কয়েন না ঢুকলে, সেই টায়ার বদলানো প্রয়োজন।

★★টায়ারের দু’পাশের অংশ পরীক্ষা-

টায়ারের দু’পাশের অংশ ভাল করে পরীক্ষা করা প্রয়োজন। কারণ সেখানেই সব থেকে বেশি ছিদ্রের সৃষ্টি হয়। একই সঙ্গে দেখে নিতে হবে যে টায়ারের দু’পাশের অংশ ফুলে উঠেছে কিনা। কারণ এমন হলে সেই টায়ার ভিতর থেকে ক্ষতি হয়ে থাকতে পারে। এর ফলে যে কোনও সময় সেই টায়ার ফেটে যেতে পারে। এমন লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে সেই টায়ার বদলানো প্রয়োজন।

★★টায়ারের অসমান অংশ পরীক্ষা -

অধিকাংশ সময় টায়ারে অসমান অংশের সৃষ্টি হয়। এর ফলে গাড়ির চাকা নড়তে থাকা। এর জন্য সব সময় টায়ারের উপরের অংশ এবং পাশের অংশের যত্ন নেওয়া প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow