ঢাকাই সিনেমার সুপারহট নায়িকা নুসরাত ফারিয়া। পুরো নাম নুসরাত ফারিয়া মাজহার। শৈশব ঢাকার ক্যান্টনমেন্টে কাটলেও এই নায়িকার জন্ম চট্টগ্রামে। মূলত দাদা সেনা কর্মকর্তা হওয়ার সুবাদে নুসরাত ফারিয়ার ঢাকায় গমন হয়। বর্তমানে সেইখানেই বসবাস করছেন। কোন এক সাক্ষাতকারে এও জানিয়েছেন নায়িকা না হলে তিনি হতেন আর্মি অফিসার।
বিটিভি বিতর্ক শোতে অংশ নিয়ে একজন ডিবেটার হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। তবে মিডিয়া জগতে নুসরাত ফারিয়ার শুরু একজন আরজে হিসেবে। এরপর আরটিভিতে "ঠিক বলেছো তুমি' অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মত টিভি উপস্থাপনায় নাম লেখান তিনি। পরবর্তীতে ২০১২ সালে এনটিভিতে থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার দিয়ে তিনি সবার নজরে আসেন। ২০১৪ সালে চ্যানেল আইতে প্রচারিত রিয়েলিটি শো, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামঃ দ্য আলটিমেট ম্যান' উপস্থাপনা করেও প্রশংসিত হন এই নায়িকা। ফারিয়া ২০২০ সালে রানি রিয়াদ রাশিদকে বিয়ে করেন।
বাংলা সিনেমা জগতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নায়িকা মাহিয়া মাহির সাথে হটাৎ করে সম্পর্কের অবনতি ঘটলে সম্ভাবনার দুয়ার খুলে যায় নুসরাত ফারিয়ার জন্য। জাজ তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। নুসরাত জাজ মাল্টিমিডিয়ার সাথে আশিকী এবং হিরো ৪২০ শিরোনামে দুটি ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হন। ২০১৫ সালে মুক্তি প্রাপ্ত আশিকী ছবিতে নুসরাতের বিপরীতে অভিনয় করেন ভারতের অংকুশ হাজরা। এরপর বাদশা দ্যা ডন, ধ্যাততেরিকি, বস ২, ইন্সপেক্টর নটি কে সহ বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বেশ কিছু সিনেমায় কাজ করেছেন নুসরাত ফারিয়া। আসন্ন বঙ্গবন্ধু বায়োপিক বঙ্গবন্ধু চলচ্চিত্রে তরুণী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এই ছবিটি পরিচালনা করছেন শ্যাম বেনেগেল। চলতি বছরের ২১ জানুয়ারী ভারতের মুম্বাইয়ে ছবির শুটিং শুরু হয়। এছাড়া নুসরাত ফারিয়া অভিনীত অপারেশন সুন্দরবন মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিতর্কঃ খোলামেলা পোশাক এবং বিকিনি পরে ইনস্টাগ্রামে ছবি দেয়ায় বেশ সমালোচিত এই অভিনেত্রী। আল্লাহ মেহেরবান ও পটকা গান দুটির জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচিত ও ট্রল হয়েছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও মিডিয়ায় নাম লিখিয়েছেন নুসরাত ফারিয়া। তার কণ্ঠে প্রথম গান পটাকা। তবে গানটি প্রকাশের পর আলোচনা থেকে সমালোচিতই হয়েছেন বেশি।