VoLTE কী? আর কি কাজে ব্যবহৃত হয়?

VoLTE কী? আর কি কাজে ব্যবহৃত হয়?

VoLTE কী? আর কি কাজে ব্যবহৃত হয়?
ভয়েস কল অথবা ভিডিও কল আপনার ডিভাইস এবং নেটওয়ার্ক এর পার্ফম্যন্সের সঙ্গে যুক্ত। কথা বলার জন্য আপনি যে নেটওয়ার্ক ইউজ করেন অর্থাৎ 2G, 3G, বা 4G আর আপনার ফোনের পাওয়ারের উপর ডিপেন্ড করে কথা বলার জন্য ভিডিও এবং অডিও কল এর গুণগত মান বৃদ্ধি করা হয়।

আর VoLTE হচ্ছে একটি আধুনিক প্রোটোকল। যা সাধারণ নেটওয়ার্কে থাকে যা আপনাকে তিনগুণ বেশি স্ট্যাবিলিটি দিবে। আর VoLTE কে HD বলেও ডাকা হয়।বর্তমানের নতুন ডিভাইসগুলি উচ্চতর VoLTE এবং HD ভয়েস ফিচারটি ব্যবহার করে থাকে। 
মূল বিষয় হচ্ছে VoLTE এবং HD ভয়েস ইউজ করে 3G এবং 2G সমমানের তুলনায় ভালো মানের কথা বলা যায়।

VoLTE চালু থাকলে কি হবে? একটি চালাতে কি ইন্টারনেট লাগবে?
হ্যাঁ, আপনার যদি VoLTE চালু থাকে তাহলে আপনি কথা বলবার সময়ে ভয়েস এবং আপনার ডাটা দুটা একসঙ্গে চলার অনুমতি দেয়। যেন আপনার ভয়েস কল টাকে আরও সুন্দর করা যায়।

ফিচার এটা কিভাবে চালু করবেন? এখানে আপনার চালু করার কিছুই নেই। কারণ প্রথমে আপনাকে দেখতে হবে আপনি VoLTE ইন্টারনেট এর মধ্যে বসবাস করতেছেন কিনা। সব সিম এবং সব জায়গাতেই VoLTE ব্যবহার করার অনুমতি নেই। অথবা বলতে পারেন ওই সব এলাকায় VoLTE চালু হয়নি। যদি আপনার এলাকায় VoLTE নতুন করে চালু করা থাকে তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে একটিভ হয়ে যাবে। আর যদি না হয়, সেটিং থেকে খুব সাধারণভাবেই চালু করে নিতে পারবেন।

VoLTE কি সব ফোনেই সাপোর্ট করে?
না, একটু আগে যেমনটা বললাম সব জায়গায় নেই। আরেকটা কথা হচ্ছে সবার ফোনেও এটি সাপোর্ট করবেনা। যদিও VoLTE এবং HD ভয়েস 2013 এবং 2014 সাল থেকে স্মার্টফোন মডেম গুলিতে দেওয়া হয়েছিল, সেটা শুধুমাত্র নির্দিষ্ট স্মার্টফোন গুলোতে ছিল। কিন্তু তারপরে এটা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। ধরা যায় বর্তমানে প্রতিটি ফোনেই এই অপশনটি রয়েছে। তাহলে চলুন এবার দেখে নেই এটা কিভাবে চালু করব :-

1. Open Setting option
2. Network and security
3. Select your own sim
4. Scroll down
5. Turn on VoLTE

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow