কিওয়ার্ড রিসার্চ কি এবং কেনো
কিওয়ার্ড রিসার্চ কি এবং কেনো
কিওয়ার্ড বা ট্যাগ এই শব্দ দুটির সাথে আমরা অনেকেই পরিচিত। কিওয়ার্ড কি (What Is Keyword)? কিওয়ার্ড শব্দটির নির্দিষ্ট ভাবে সংজ্ঞা দেওয়া যায় না। তবে সবচেয়ে ইজি ভাবে বলতে গেলে আপনি এই যে গুগল এ কিওয়ার্ড কি বা কিওয়ার্ড রিসার্চ কি ( What is Keyword research) লিখে যে সার্চ দিলেন এটিই একটি সার্চ কুইরি বা কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চের প্রয়োজনীয়তা অথবা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় লিখে গুগলে সার্চ করে আমাদের সাইট এর এই আর্টিকেলটি খুঁজে পাচ্ছেন এটিই হলো কিওয়ার্ড। অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন ( Google Search Engine) বা ইয়াহু বা অন্য যে কোন সার্চ ইঞ্জিন এ আমরা সাধারণত কোনো বিষয় সার্চ করতে যে সকল শব্দ ইউজ করি তার মধ্যে যে সকল ওয়ার্ড গুলো সার্চ করার জন্য সবচেয়ে বেশি বার এবং রেগুলার ইউজ করা হয় এ গুলাই হচ্ছে কিওয়ার্ড (KEYWORD)! সুতরাং আমরা কিওয়ার্ড রিলেটেড সাধারণ একটি ধারণা পেলাম। তাহলে কিওয়ার্ড রিসার্চ কি (What Is Keyword Research)? বর্তমান যুগ ডিজিটাল হবার সাথে সাথে বিভিন্ন ধরনের ওয়েব সাইট যেমন ই-কমার্স সাইট কিংবা ব্লগ ইত্যাদি রয়ছে। এগুলো খুঁজতে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন এর সাহায্য নিয়ে থাকি। আমরা যখন কোনো বিষয় খুজে বের করতে কিছু একটা লিখে সার্চ দেই তখন আমাদের সামনে কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসে।What's Your Reaction?