ক্রিপ্টো ফান্ডিং দেখার উপায়! দেখে নিন প্রজেক্ট ব্যাসিসে ফান্ড কতো আছে
আজকের এই পোস্টে ক্রিপ্টো ফান্ডিং দেখার উপায় দেখে নিন। প্রজেক্ট ব্যাসিসে ফান্ড কতো আছে তা জেনে নিন।
আজকের এই পোস্টে আমরা দেখবো দেখবো কিভাবে একটা প্রজেক্ট এর ফান্ড বের করতে হয়। একটা প্রজেক্ট এর জন্য হলো মুল হলো ফান্ডিিং। সব প্রজেক্ট এর জন্য তাদের টেকনোলজি, একাউন্ট, মেইন্টেনেন্স এসবের জন্য ফান্ডিিং প্রয়োজন। এজন্য প্রজেক্টগুলো বিভিন্ন ভেঞ্চার কেপিটাল এর কাছে যায় পিচ করে ফান্ডিং এর জন্য।
ক্রিপ্টো ফান্ডিং দেখার উপায়! দেখে নিন প্রজেক্ট ব্যাসিসে ফান্ড কতো আছে
ব্যাসিক এনালাইসিস এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে প্রজেক্ট এর ফান্ডিং কেমন রয়েছে।
বর্তমানে 3টি প্রধান উপায়ে খুচরা বিনিয়োগকারীরা ক্রিপ্টো-তে এক্সপোজার লাভ করতে পারে: সরাসরি ক্রিপ্টো কেনা, ক্রিপ্টো ইটিপি বা ইটিএফ কেনা, বা ক্রিপ্টো স্টক কেনার মাধ্যমে।
এই আর্টিকেলে আমরা দেখবো কিভাবে একটা প্রজেক্ট এর ফান্ডিং বের করার জন্য দুইটা ওয়েবসাইট।
প্রথম website: crypto-fundraising.info
- round=এটা কোন রাউন্ডের ফান্ডিং।
- date= কবে ফান্ডিং পেয়েছে
- amount= কি পরিমান ফান্ডিং পেয়েছে।
- project category= এটা কেমম ধরণ এর প্রজেক্ট
- investors= কোন কোন ভেঞ্চার ক্যাপিটালে এই প্রজেক্টটিতে ইনভেস্ট করেছে।
এখানে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ভেঞ্চার ক্যাপিটাল খুঁঁজে বের করতে পারবেন। সাথে সেটার সোশ্যাল মিডিয়ার কাজকর্ম সহ বিস্তারিত সব।
অপর একটি ওয়েবসাইট হলো: coincarp.com
এই ওয়েবসাইটটিতে category,funding,amount এসব বিষয় দিয়ে আলাদা করে ফিল্টার করে নিতে পারবেন !
আজকের পোস্ট এ পর্যন্তই।
What's Your Reaction?