ভারতের সঙ্গে গল্পটা এমনই!!!

ভারতের সঙ্গে গল্পটা এমনই!!!


সাকিব আল হাসানের কথাটা শুনে গ্যারি লিনেকারের প্রবাদসম মন্তব্যটি মনে পড়ে যাবে অনেকের। ফুটবলে জার্মানির হাল না ছাড়া মনোভাব আর সাফল্যের ধারাবাহিকতা নিয়ে সাবেক ইংলিশ ফুটবলার বলেছিলেন, ফুটবল এমন খেলা, যেখানে ২২ জন খেলোয়াড় ৯০ মিনিট ফুটবল নিয়ে দৌড়ায়, দিন শেষে জার্মানিই জেতে।’ সেই কথার ক্রিকেটীয় সংস্করণ যেন ‘বাংলাদেশ-ভারতের ২২ জন ক্রিকেটার ব্যাট-বল নিয়ে লড়াই করে, দিন শেষে ভারতই জেতে!’

অ্যাডিলেডে আজ ভারতকে হারানোর সমূহ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। এমনকি শেষ বল পর্যন্ত লড়াইয়েও ছিল সাকিবের দল। কিন্তু দিন শেষে ডিএল মেথডে ৫ রানে জিতেছে ভারতই। বৃষ্টি–বিরতিতে প্রায় মুঠোয় চলে আসা ম্যাচে এভাবে খুব কাছে এসে হারায় গ্যালারির দর্শকদের কেউ কেউ কেঁদেছেন। ভীষণ মন খারাপ করে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাসকিন আহমেদ-শরীফুল ইসলামদেরও।কিন্তু অধিনায়ক সাকিব ছিলেন খুব স্বাভাবিক। এমনিতে সাকিবকে আবেগ ছুঁয়ে যায় খুব কমই। ‘কী এমন হয়েছে’ ভঙ্গিমায় থাকতে পারেন নির্লিপ্ত। কিন্তু অ্যাডিলেডে আজ রোমাঞ্চকর ম্যাচের শেষে যে সংযত সাকিবকে দেখা গেছে, সে কি শুধুই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে, নাকি একের পর এক শেষ বলে হারের যন্ত্রণা এত দিনে সয়ে গেছে বলেও?টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ অ্যাডিলেডে যেমনটি ঘটেছে, ভারতের বিপক্ষে এমন অভিজ্ঞতা সাকিবদের আগেও হয়েছে। বেঙ্গালুরু, কলম্বো থেকে শুরু করে দুবাই—শেষ বলে বেদনার গল্প লেখা হয়েছে সব প্রান্তেই। আজকের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের শেষ দেখা হয়েছিল ২০১৬ সালে।

বেঙ্গালুরুর সেই ম্যাচে ভারতের ১৪৬ রান তাড়া করতে ম্যাচের শেষ ৩ বলে ২ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ৩ বলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ হেরে বসে ১ রানে।দুই বছর পর কলম্বোয় নিদাহাস ট্রফিতেও প্রায় একই গল্প। প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ জেতার হাতছানি ছিল সাকিবদের সামনে। ম্যাচের শেষ বলে ভারতের দরকার ছিল ৫ রান। ছয় মেরে ভারতকে জিতিয়ে দেন দিনেশ কার্তিক।

একই বছর ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ ফাইনালেও সমাপ্তি শেষ বলে। বাংলাদেশের ২২২ রান তাড়া করতে নেমে ৫০তম ওভারের শেষ বলে লেগ বাই থেকে পাওয়া রানে শিরোপা জেতে ভারত।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্শা ভোগলের প্রশ্নের জবাবে বললেন, ‘আমরা যখন ভারতের সঙ্গে খেলি, গল্পটা এমনই হয়। আমরা জয়ের খুব কাছাকাছি চলে যাই, কিন্তু শেষ ধাপ আর পার হওয়া হয় না।’

ম্যাচের শেষ বলে ভারতের কাছে হারে আজ লেখা হলো চতুর্থ গল্প। দুঃখের, কিন্তু চেনা গল্পের আরেকটি মঞ্চায়নের পর সাকিবের মুখে ফুটে উঠল পরিহাসের হাসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow