এক টুকরো জীবনের চিত্র ওয়েব সিরিজ পঞ্চায়েত, এমন বাংলায় কেন হয় না?

এক টুকরো জীবনের চিত্র ওয়েব সিরিজ পঞ্চায়েত, এমন বাংলায় কেন হয় না?
হালকা মেজাজের কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত হিন্দি ওয়েব সিরিজ পঞ্চায়েত। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এই ওয়েব সিরিজে পর্ব মোট আটটি। গল্পে দেখা যায়, নায়ক অভিষেক ত্রিপাঠি শহরের ছেলে। যে কিনা ইঞ্জিনিয়ারিং পাস করেও রেজাল্টের কারণে অন্যদের তুলনায় চাকরির বাজারে খানিকটা পিছিয়ে। অবশেষে বেকারের তকমা থেকে মুক্তি মিলে অভিষেকের। তবে যে চাকরিটা হয় সেটা একদমই মনের মত হয় না গল্পের নায়কের। চাকরিটা পছন্দ হওয়ার কথাও না। কেননা, বালিয়া জেলার পঞ্চায়েত শাসিত প্রত্যন্ত এক গ্রাম ফুলেরা। এই গ্রামেরই পঞ্চায়েত প্রধানের সেক্রেটারির চাকরিটি পেয়েছে অভিষেক। যেহেতু চাকরির আকাল বাজারে পছন্দ-অপছন্দ বলে কিছু নেই। তাই এক রকম বাধ্য হয়েই নব্য চাকরিতে যোগ দিতে অভিষেক তল্পিতল্পা নিয়ে উঠে পড়ে ফুলেরা যাওয়ার বাসে। কিন্তু এই বাসে ওঠার পর থেকেই অভিষেকের চলার গতিতে আসে একের পর এক স্থিতি। অর্থাৎ একটার পর একটা বাঁধা আসতে থাকে অভিষেকের জীবনে। যাকে বলে, বাধাবিপত্তির জার্নি। যে উদ্যম ও স্পৃহা নিয়ে চাকরিতে এসেছিল অভিষেক তা যেন ভেঙ্গে খানখান হয়ে যায়। অভিষেকের এসব বিড়ম্বনায় ফুটে ওঠে সূক্ষ্ম হাস্যরস। যাকে এক কথায় বলে সিচুয়েশনাল কমেডি। এখানে বলে রাখা ভালো অভিষেকের চরিত্রে অভিনয় করা জিতেন্দ্রও সত্যিই প্রশংসার দাবিদার। নানা-চরাই উতরাই পেরিয়ে একসময় অভিষেক পঞ্চায়েত অফিসের দরজার তালা খোলে। তবে সামনে তার জীবন যে আরও কতোবেশি দুর্বিষহ হতে যাচ্ছে তার আঁচ পাওয়া যায় এখানের কয়েকটি  দৃশ্যে। তবে আটটি পর্ব শেষ করে আপনি বাধ্য হবেন পরের সিক্যুয়ালের অপেক্ষায় থাকতে। টিটিএফ এর প্রযোজনায় এই গল্প দেখে আপনার মনে হতে পারে এ যেন আপনার আমার পাশেরই কোন গল্প। কেননা এখানে তুলে ধরা হয়েছে তথাকথিত সমাজের নানা রকম প্রতিবন্ধকতা। তবে শুধু গল্প কেন, অভিনয়, ডিরেক্টিং, এডিটিং, কালার গ্রেডিং এবং সর্বোপরি সিনেমাটোগ্রাফি সবই যেন শতভাগ নিখুঁত। প্রত্যেকেই যেন তার নিজস্বতার ছাপ রেখেছেন। অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত হিন্দি এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন, জিতেন্দ্র কুমার, পূজা সিং, চন্দন রয় প্রমুখ। চলমান এই ভয়াবহ করোনার সময়ে এই ওয়েব সিরিজটি কিছু সময়ের জন্য হলেও অন্যরকম এক ভালোলাগা উপহার দিবে এই কথা নিঃসন্দেহে বলাই যায়। ওয়েব ফিল্ম: পঞ্চায়েত। ক্যাটাগরি: কমেডি। পরিচালক : দীপক কুমার মিশ্র। ভাষাঃ হিন্দি। আইএমডিবি র‍্যাটিংঃঃ ৮.৮/১০ অনলাইন প্ল্যাটফর্মঃ অ্যামাজন প্রাইম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow