বাথরুমে মোবাইল ব্যবহার করলেই ভয়াবহ বিপদ!
স্মার্টফোনের ব্যবহার এমনই এক ভয়াবয় নেশা যা আপনার ক্যারিয়ার, শারীরিক, মানসিক সব রকম ক্ষতিই কম বেশি করে থাকে। আবার আমাদের তরুণদের মাঝে এমন অনেক দেখা যায় যারা বাথরুমে গেলেও স্মার্টফোনটি সাথে করে নিয়ে যান। কিন্তু এই অভ্যাসটি মোটেই স্বাস্থ্যসম্মত নয় বলছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, বাথরুমে মোবাইল ফোনের ব্যবহারে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন যারা কমডে বসে মোবাইল ঘাঁটাঘাঁটি করেন। কেননা, কমোড যখন ফ্ল্যাশ করা হয়, তখন পানি ও বর্জ্য পদার্থের সাথে মিশে থাকা জীবাণু বায়ুর সাথে মিশে যায়। অনেকেই আবার পানির পরিবর্তে টিস্যু ব্যবহার করে থাকেন। কিন্তু সবচাইতে জীবাণু থাকে সেখানেই। টয়লেটের ভিজা পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। ঠিকভাবে হাত না ধোঁয়া কিংবা টয়লেটের ব্যকটেরিয়া জনক পরিবেশে মোবাইল রাখার ফলে দ্রুত ভয়ানক সব ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে। যার ফলে মোবাইলের টাচ স্ক্রিনে গ্যাস্ট্রো কিংবা স্ট্যাপের মত ক্ষতিকর ভাইরাস জন্মাতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এসব ভাইরাস এবং ব্যাকটেরিয়া পরবর্তীতে আপনার খাবারে মিশে গিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে শরীরে।