কোন শাড়ির যত্ন কীভাবে করবেন?

কোন শাড়ির যত্ন কীভাবে করবেন?
শাড়ি, বাঙালি নারীর কাছে অতি আবেগের নাম! টানাটানির মধ্যবিত্ত সংসারেও এমন নারী খুঁজে পাওয়া কঠিন যার আলমারিতে ৮-১০ টি শাড়ি খুঁজে পাওয়া যাবে না। অপরদিকে বাঙালি নারীদের শাড়িতে যতটা ভালো লাগে, অন্য যেকোনো পোশাকে হয়তো অতটা ভালো লাগে না৷ একারণে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বাঙালি নারী শাড়ি কিনে থাকেন এবং পড়েও থাকেন। আবার কেউ আছেন অফিস কিংবা অন্য প্রয়োজনে নিয়মিতভাবে শাড়ি পড়ে থাকেন। তবে শাড়ির যত্ন ও সংরক্ষণ নিয়ে অনেকেই থাকেন দুুশ্চিন্তায়। কেননা, শাড়ির একটু অযত্নে কিংবা ঠিকমত না রাখার ফলে নষ্ট হতে পারে আপনার প্রিয় জিনিসটি। শাড়ির নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করলে নতুন শাড়ির পাশাপাশি পুরাতন শাড়িও রাখতে পারবেন অনেক যত্নে। এক, সুতি ও লিনেন জাতীয় শাড়ি ধোয়ার সময় বিশেষ যত্ন নিতে হবে। দুই, গুড়া সাবানের থেকে লিকৃুয়িড সাবান বেশি কার্যকর শাড়ি ধোয়ার ক্ষেত্রে। তিন, সবসময় ছায়াযুক্ত জায়গায় শাড়ি শুকাতে হবে। নতুবা, তীব্র রোদের তাপে শাড়ির রং নষ্ট হতে পারেভ চার, শুকানোর পর সুতি শাড়ি যেহেতু আয়রন করার প্রয়োজন হয়, শাড়ির উপর একটি কাপড় পেঁচিয়ে তারপর আয়রণ করুন। পাঁচ, কর্পূর বা ন্যাপথলিন কখনো শাড়ির ভাজে রাখবেন না, কোন ছোট কাপড়ে মুড়িয়ে তারপর রাখুন। ছয়, শাড়িতে সরাসরি বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করা থেকে বিরত থাকুন। কেননা, এতেও শাড়িতে দাগ পড়ে যেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow