কবরের উপর কিউআর কোড
 
                                                                                                    কবরের উপর কিউআর কোড
সন্তান পাশ করে হয়ে গিয়েছেন চিকিৎসক। এরপর নিজের জীবন গুছিয়ে নেবার চেষ্টা করছিলেন; কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। ব্যাডমিন্টন খেলতে গিয়ে মৃত্যু হয় তার। সন্তানের মৃত্যুর পরও তাকে সবার মাঝে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন মা-বাবা। সে প্রচেষ্টা থেকেই অদ্ভুত এক কাজ করে বসলেন বাবা-মা, ছেলের কবরে গিয়ে বসালেন কিউআর কোড।
ওই যুবক এর নাম আইভিন ফ্রান্সিস। তার বাবা ওমানে একটি প্রাইভেট কোম্পানিতে তখন কর্মরত ছিলেন। আর মা সেখানকারই একটি স্কুলে জব করেন। আইভিন ডাক্তারি পাস করে নিজের জীবন সাজানোর স্বপ্ন দেখেলেন; কিন্তু ২০২১ সালে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মৃত্যু হয় তার। তাকে ভারত এর কেরালা রাজ্যের ত্রিচূড়ের কুরিয়াচিরার সেন্ট জোসেফ চার্চে কবর দেয়া হয়।
সন্তানের মৃত্যুর পর থেকে তার বাবা-মা এর লক্ষ্য ছিল একটিই, যেভাবেই হোক মৃত সন্তান কে সবার মধ্যে বাঁচিয়ে রাখা। এর পরই তাদের কিউআর কোড তৈরির বিষয়টি মাথায় চলে আসে। ছেলেকে নিয়ে একটি ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেন ওই দম্পতি। আর সেখানে রয়েছে আইভিন এর বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও, পারফরম্যান্স। কবরে থাকা কিউআর কোড স্ক্যান করলেই ওই ওয়েবসাইটে থাকা আইভিন এর সমস্ত কিছুই দেখতে পারবেন যে কেউ।
আইভিন এর বাবা জানান, আমরা চেয়েছিলাম আইভিন সবার কাছে জীবন্ত থাকুক; কিন্তু কীভাবে তা বুঝে উঠতে পারছিলাম না। আমার মেয়েই বুদ্ধি দেয় কিউআর কোড এবং ওয়েবসাইট এর।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	