আপনাকে দেখলেই বস রেগে যায় কেন?

আপনাকে দেখলেই বস রেগে যায় কেন?
  • যেকোনো কথোপকথনের সময় কথা বলার পাশাপাশি কথক এবং শ্রোতা দুজনেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রয়োজন। আবার কথক আপনার সিনিয়র বস হলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি না হলে অত্যন্ত বিপদ। তবে বস বিরক্ত কিংবা আপনার উপর রাগ দীর্ঘদিন যাবত স্থায়ী হলে এর পিছনে কিকিছু উল্লেখযোগ্য কারণ থাকতে পারে, চলুন জেনে নেয়া যাক বস কি কি কারণে রেগে যায়,
এক, গুরুত্বপূর্ণ কথা বলার সময় হুটহাট যদি আপনার চোখে মুখে হাত চলে যায়, এতে আপনার বস রেগে যেতে পারে। এমনকি আপনার বস এ থেকে ধারণা করে নিতে পারে আপনার মানসিক দুর্বলতা ও যথেষ্ট আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। দুই, অনেকেই কথা বলার সময় সামনের দিকে হাত সামনের দিকে ভাজ করে রাখেন। এতে আপনার প্রতি বসের নেতিবাচক ধারণা হতে পারে। বসের মনে হতে পারে আপনি তার সাথে কথা বলতে অনিচ্ছুক। অপরদিকে পিছনের দিকে হাত মুড়িয়ে দাড়ালে এমন মনে হতে পারে আপনি বসের কথায় পাত্তা দিচ্ছেন না। তিন, দু হাতের আঙ্গুল জড়িয়ে রাখলে অনেক সময় আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে মনে হয়। পাশাপাশি বস কিংবা অন্য কারো আঙ্গুল ফোটালে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে মনে হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow