তীব্র গরমে হাতের স্মার্টফোনটিকে সুস্থ্য ব্যবহারের উপায়
বাইরের অবস্থা ভয়াবহ প্রচন্ড গরম পড়ছে, চলছে তাপাদাহ। এই তীব্র গরমে মানুষ এর জীবন যেমন নাজেহাল হয়ে পড়ছে, ঠিক তেমনিভাবে আমাদের আরেকটি দৈনন্দিন ইউজের স্মার্টফোন ওর অবস্থা ও খারাপ।
এই প্রচন্ড গরমের তীব্রতা আমাদের স্মার্ট ফোনগুলো হয়ে যাচ্ছে ভয়াবহ গরম, কিন্তু কেন হচ্ছে এতটা ভয়াবহ অনাকাঙ্ক্ষিত গরম? চলুন জেনে নিই।
সাধারণত গ্রীষ্মকালে বাংলাদেশর তাপমাত্রা ৩০ থেকে ৪৫° তাপমাত্রা পর্যন্ত উঠতে পারে। ফলে যখন ওয়েদার অনেক গরম হয়ে যায়, তখন একটু একটু করে বাড়তে থাকে আপনার হাতের স্মার্টফোনটিরও তাপমাত্রা।
যেহেতু সারাক্ষণ আমাদের কোন না কোন কাজে মোবাইল ফোন ইউজ করা লাগে, সেহেতু আশেপাশের টেম্পারেচার এ অতিরিক্ত ব্যবহারই ফোনকে গরম করে তোলে।
তবে একটি বিষয় জেনে রাখুন সেটি হচ্ছে স্বাভাবিকভাবেই একটি স্মার্টফোন ৩২ থেকে ৯৫ ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে, আবার সাধারণভাবে আপেল এর ফোন গুলো ব্যবহারে একটু বেশি গরম হয়। তাই নরমাল তাপমাত্রা সম্পর্কে একটু জেনে রাখা ভালো।
যেমন আপনি অ্যাপেলের ওয়েবসাইট একটু ঘাঁটাঘাটি করলে জেনে নিতে পারবেন, ios এবং ipad ডিভাইস গুলোতেও ৩২ থেকে ৯৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে থাকে।
গরমে ফোন ঠান্ডা রাখতে যা যা করবেন:-
১। শীতল এবং ঠান্ডা স্থানে রাখবেন।
২। এয়ারপ্লেন মোড চালু করবেন।
৩। ফোন এর ব্যবহার কমিয়ে ডিভাইসকে বিরতি দিন।
৪। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন কিংবা আনইন্সটল করে দিবেন।
৫। ফ্লাশ লাইট ব্যবহার থেকে একদম বিরত থাকুন।
৬। গেম না খেলাযই ভালো, গেম খেলা বন্ধ করবেন।
৭। ব্যাটারি ১০০% চার্জ হওয়া পর্যন্ত চার্জে রাখা থেকে বিরত থাকুন।
স্মার্টফোন আজকাল আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই এই ডিভাইসটিকে যত্নশীল আচরণ করা আমাদের কর্তব্য। যেহেতু এখন অনেক গরম পড়ছে, তাই আপনার ফোনটিকে ঠান্ডা রাখার পদ্ধতিগুলো অনুসরণ করা উচিত।
What's Your Reaction?