প্রিয় ওয়েবসাইট কে টাস্কবারে এড করুন সহজে

প্রিয় ওয়েবসাইট কে টাস্কবারে এড করুন সহজে

প্রিয় ওয়েবসাইট কে টাস্কবারে এড করুন সহজে

আমাদের সবারই প্রিয় কিছু নির্দিষ্ট ওয়েবসাইট থাকে যেগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি। যেহেতু প্রতিনিয়ত ব্যবহার করতে হয় সেহেতু বারবার ব্রাউজারে গিয়ে এড্রেস দেখা মোটামুটি ঝামেলার একটি কাজ এজন্য আমরা নির্দিষ্ট ওয়েবসাইটকে বুকমার্ক করি অথবা হোম পেজে পিন করে রাখতে পারি। যা দ্রুত ওয়েবসাইটে ঢুকাকে সহজ করে, তবে আপনি চাইলে এর চেয়ে দ্রুত আপনার সাইটে নেভিগেট করতে পারবেন।

আজকে আমরা দেখব কিভাবে নির্দিষ্ট ওয়েবসাইট টাস্কবারে পিন করে রাখা যায়।

Microsoft Edge এ পিন করা

Microsoft Edge এ পিন করা খুবই সহজ একটি কাজ। এর জন্য প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে যান, থ্রি ডটে এ ক্লিক করে More Tools এ যাবেন এবং সেখান থেকে Pin to taskbar অপশনটিতে ক্লিক দিন।

Chrome এ পিন করা

Chrome এর জন্য সাইট এর টাস্কবারে এড করা কিছুটা জটিল। প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে যান, থ্রি ডটে ক্লিক করে, More Tools এ যান এবং Create Shortcut এ ক্লিক দিন। এটা করার ফলে আপনার ওয়েবসাইট এর একটি শর্টকাট তৈরি হয়ে যায় ডেক্সটপে। এবার আমাদের কাজ হবে এটিকে পিন করে। এই শার্টকাটটি পিন করতে রাইট ক্লিক করুন এবং Pin to taskbar ক্লিক দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow