মোবাইল দিয়ে ম্যাপ এনিমেশন তৈরি করুন ভিডিও আকারে
মোবাইল দিয়ে Adobr ছাড়াই ম্যাপ এনিমেশন তৈরি করুন ভিডিও জন্য ফ্রিতে খুব সহজেই
মোবাইল দিয়ে ম্যাপ এনিমেশন তৈরি করুন ভিডিও আকারে
এই আর্টিকেল এ দেখাবো কিভাবে আপনারা ম্যাপ এনিমেশন তৈরি করবেন তাও মোবাইল দিয়ে। যেটি একই সঙ্গে হাই কোয়ালিটি মেইন্টেইন করর এবং দেখতেও সুন্দর হবে। চলুন শুরু করা যাক।
স্টেপ ১: এই লিংক ক্লিক করার পর এই ধরনের ওয়েবপেইজ লোড নিবে। সেখানে create map animation অপশনে ক্লিক করে দিবেন।
স্টেপ ২: প্রথমে আপনাকে সাইনআপ করতে হবে। এজন্য আপনারা টেম্প মেইল দিয়ে করতে পারেন। আমি টেম্প মেইল দিয়ে ট্রাই করেছি, টেম্পমেইল ইউজ করলে ভেরিফিকেশন মেইল চলে আসবে। সেখান ক্লিক দিয়ে একাউন্টটি ভেরিফাই করে নিবেন।
স্টেপ ৩: name co-ordination অপশন এ ক্লিক দিয়ে লোকেশন এড করে নিবেন। আমি ঢাকা এবং শিকাগো এড করলাম। আপনি যেই গন্তব্য থেকে যাত্রা শুরু করবেন সেটি প্রথমে রেখে দিবেন।
ফাইনাল স্টেপ: download echo তে ক্লিক দিলে ডাউনলোড স্টার্ট হবে। প্রতিটি মেইল থেকে ১০ ক্রেডিট পাবেন অর্থাৎ ১০ টি ভিডিও তৈরি করতে পারবেন। তবে যেহেতু, টেম্পমেইল দিয়ে লগিন করা যায়, সুতরাং আপনারা আনলিমিটেড তৈরি করতে পারবেন।
What's Your Reaction?