কিভাবে coinmarketcal ব্যবহার করবেন? ফ্রি টুলস ক্রিপ্টো এনালাইসিস

ক্রিপ্টো এনালাইসিস, ফ্রি টুলস, প্রিমিয়াম ফর ফ্রি,

কিভাবে coinmarketcal ব্যবহার করবেন? ফ্রি টুলস ক্রিপ্টো এনালাইসিস

কিভাবে coinmarketcal ব্যবহার করবেন? ফ্রি টুলস ক্রিপ্টো এনালাইসিস

Coinmarketcal এমন একটা সাইট যেখানে একটা কয়েন এর বিভিন্ন ইভেন্ট দেখা যায়, ভবিষ্যতে কি কি ইভেন আসতে চলেছে সেসব। এখানে কিছু এডিটর থাকে তারাই বিভিন্ন সোর্স থেকে খবর এনে upload করে এবং সেটাই coinmarketcal list আকারে দেখায়।

এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন

  • কিভাবে একটা coin এর Event বের করতে হয়।
  • কোন কোন Event গুলো significant বা coin এর price বাড়াতে পারে।
  • এটার ব্যবহার।

প্রথমে visit করুন coinmarketcal.com

এখানে visit করলে random বিভিন্ন coin এর event দেখতে পাবেন। কিন্তু নির্দিষ্ট coin কে Filter করার জন্য। আপনার দরকার হবে Search করা। এখানে বিভিন্ন parameters set করে filter করা যায়।

আবার চাইলে আপনার নিজের পছন্দের যেকোন coin কে select করতে পারেন।

  1. এরপর category option এ আপনার পছন্দের event কে select করুন।
  2. এরপর যেমনঃ Airdrop,roadmap,partnership etc!
  3. এরপরে hot,trending,significant এসব
  4. select করুন।
  5. sort by তে যেভাবে ইচ্ছা সেভাবে selected করুন।
  6. exchange option এ আপনার coin টা যেই exchange এ listed সেটা দিন। আবার চাইলে all ও দিতে পারেন।

আবার শুধু বিভিন্ন coin এর শুধু highlights ও দেখতে পারবেন চাইলে:

  • সেজন্য highlights option এ গেলে পাবেন।
  • এখানে বিভিন্ন coin এর ব্যাপারে highlight করা থাকে।
  • তাদের টেলিগ্রাম চ্যানেল
  • ও টুইটার ফলো করার মাধ্যমে জানতে পারবেন।

কোন কোন event এ সাধারনত token এর price বাড়ে?

1)সাপ্লাই বার্ণ

2) বড় কোন কোম্পানির সাথে পার্টনারশিপ!

3)রিব্র‍্যান্ড বা coin এর নাম পরিবর্তন করা।

৪) পুরাতন কয়েন নতুন কোন এক্সচেঞ্জ এ লিস্ট করা।

৫) Mainnet launch!

6) Hard fork

এসব কারনে আসলে দাম বেড়ে যায়।

 কি কি কারণে দাম কমে যায়?

  • হ্যাক হওয়া
  • কয়েন এর মালিক এরেস্ট
  • প্রচুর পরিমানে সাপ্লাই আনলক
  • যেকোন নেগেটিভ নিউজ

মোটামুটি সবাই বুঝতে পারছেন এই সাইটের কাজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow