জেলের মৃত্যু, মাছের বিরুদ্ধে মামলা পুলিশের!
সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন জেলে। আর এর জন্য দায়ী করা হলো একটি মাছকে! এমনকি অভিযুক্ত অই মাছের বিরুদ্ধে মামলাও করিয়েছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধপ্রদেশে৷
ভারতের অন্ধপ্রদেশের বিশাখাপাটনাম জেলার পারাবাদা পুলিশ এ মামলা দায়ের করে। একটি ব্লাক মার্লিনের হামলায় গত সপ্তাহে জোগান্নার মৃত্যুর ঘটনায় এ মামলা দায়ের করা হয়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, গত মঙ্গলবার পারাবাদা উপকূল থেকে আট কিলোমিটার পূর্বে নৌকা নিয়ে সাগরে যায় পাচজন জেলে। পরদিন মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলে তারা। অন্য দিনের চেয়ে জাল তুলনামূলক ভারি মনে হওয়ায় পানিতে নামেন জেলে জোগান্না। এসময় ধারালো নাক ও তলোয়ারের মতো কাটার জন্য বিখ্যাত একটি ব্লাক মার্লিন জোগান্নার উপর হামলা করে৷ এরপর তার প্রচুর রক্তক্ষরণ হয়। নিকটবর্তী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় জোগান্নার। এরপর সহকর্মীদের জবানবন্দির ভিত্তিতে ১৭৪ ধারায় অই ব্লাক মার্লিন মামলা মাছের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
তবে মামলা হলেও মাছের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।