এক তোড়া ফুলের দাম ৬৮ লাখ টাকা, নষ্টও হবে না সারাবছর!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            ভালোবাসার উপকরণ ফুল। ছোট-বড় সকলের কাছেই যেন ফুল অন্য রকম ভালো লাগার এক জিনিস। তবে ফুলের সব থেকে বড় সমস্যা হচ্ছে খুব দ্রুতই ফুল তার জৌলুস হারায়, সৌন্দর্য হারায়। এবার এমন এক ফুলের সন্ধান পাওয়া গেল যেই ফুল গাছ থেকে ছেড়ার পরও নষ্ট হবে না, অক্ষত থাকবে বছর জুড়ে।
সম্প্রতি দুবাইয়ের এক দল বিজ্ঞানী গোলাপ ফুলের আবিষ্কার করেছে। যেই ফুল গাছ থেকে ছিড়লেও এক বছরেও নষ্ট হবে না।  বরং সবসময়ই সুগন্ধ ছড়াবে। তবে এই বিচিত্র ফুলের তোড়া কিনতে হলে আপনাকে গুনতে বাংলাদেশী টাকায় প্রায় ৬৮ লাখ টাকা। ইকুয়েডরের কিয়েটো শহরে এই ধরণের গোলাপের চাষ হচ্ছে। সেখানকার আগ্নেয় জমিতে খুব সহজে ফুল পচে না, এমনটা জানিয়েছেন ফরএভার রোজ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এসব ফুল সংরক্ষণে ব্যবহার করা হয় গ্লিসারিন, এরপর তা বিশেষ প্রক্রিয়ায় শুকানো হয়। এরই মধ্যে ধনী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই ফুল।