টিকটকারের পেটে যমজের পর তৃতীয় সন্তান!
                                                    টিকটকারের পেটে যমজের পর তৃতীয় সন্তান!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            
টিকটকার এর পেটে যমজ সন্তানের পর তৃতীয় সন্তান!
 
আজকের এই পৃথবীতে কতোকি বিরল ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন। এমনই এক অদ্ভুত ঘটনা হলো যমজ সন্তান্ত পেটে রেঝে আবারপ সন্তান সম্ভবা হয়ে যাওয়া। এই ঘটনাটি ঘটেছে এক টিকটক স্টারের সাথে, যিনি প্রকাশে আসতেই অবাক হয়ে গেলো সোশ্যাল মিডিয়া!
 
মুলত আল্ট্রাসনোগ্রাফি করানোর পর এই ঘটনাটি সবাই জানতে পারেন। ডাক্টাররা রিপোর্ট দেখে জানান তিনি একইসাথে তিনটি সন্তান তার গর্ভে ধারণ করেছেন। এই ঘটনাটি ঘটে @theBlondeBunny1 খ্যাত এক টিকটকারে সাথে। টিকটকে এই স্টারের ফলোয়ার প্রায় ২৩৫,০০ জন। সেখানে তিনি একটি তার নাচের ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি নাচতে থাকা অবস্থায় এবং তিনি তার তিন সন্তানকে নিয়ে সম্পূর্ণ সুস্থ্য আছেন।।
 
মহিলা এই টিকটক স্টারের দুই বেবি তৃতীয় বেবির চেয়ে বয়সে বড় বলে জানিয়েছেন ডাকাররা। আর ভিডিওতে অই মহিলা জানান, তার হাইপার ওভ্যুলেশন এর জন্যে তিনি একইসাথে দুইবার প্র্যাগনেন্ট হয়েছিলেন আর তার সকল সন্তান একই সাথে প্রসব করবেন বলে জানিয়েছেন ডাক্তাররা।