এরকম দূভাগ্যবান মানুষ আপনি এর আগে কখনও দেখেন নি
ভাগ্য এমন একটা জিনিসের নাম এটি কখন যে কাকে ছেড়ে চলে যায় আমরা তা জানতেও পারিনা, তাই দুরন্তের এই এপিসোডে আমি আপনাদের পৃথিবীর সেইসব হতভাগা মানুষ দেখাতে চলেছি যাদের ভাগ্য দেখে আপনি ও বলবেন যে তারা কতটা হতভাগা ছিলো,এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কোথাও যাবেননা। কোনো একটি স্টোর এ স্টোর মালিক আর দুই চোরের মধ্যে অনেক অবাক করা ঘটনা দেখতে পাওয়া যায়,কানাডার স্পুর গ্রো অ্যালবার্টস্টোরে একটি কাপল অনেক আরামে শপিং করছিল, কিন্ত যখন টাকা দেওয়ার পালা আসে তখন তারা এখান থেকে টাকা না দিয়েই পালানোর চেষ্টাকরে। এ কাপলের ভাগ্য দেখুন স্টেরের বাইরের পুলিশ সাথে সাথেই স্টোর এর ভিতরে চলে আসে। এবং তার বয়ফেন্ড কে স্টোর এর মালিক খুব শক্ত করে ধরে রাখে।অপরদিকে এই মেয়ে এই স্টোর এর পেছনের রুমে এসে একটি জায়গায় লুকানোর চেষ্টা করে।আর হঠাৎ সেইজায়গা থেকে মেয়েটি নিচে পড়ে যায়।আর সে ধপাস করে স্টোর এ এসেই পড়ে। এবং এই স্টার এরমালিক খুব দ্রæতই তাদের পুলিশে ধরিয়ে দেয়,বলতেই হচ্ছে এই মেয়ের ভাগ্যই খারাপ ছিল যে ছাদ ই ভেঙ্গে যায়।এই মেয়েটির সাথে কি ঠিক হয়েছে নাকি ভুল আমাকে কমেন্টে অবশ্যইজানাবেন,
আপনারা শপিং মলের মতো জায়গায় এক্সেলেটার অনেকবার ব্যবহার করে থাকবেন।যা নতুনদের জন্য কখনো কখনো সমস্যায় কারণ হয়ে দাঁড়ায়। এরকমি একটি শপিংমলে দুইজন বুড়ো লোকের সাথে এক্সেলেটার এ চড়া মাউন্ট এভারেস্টে চড়ার মতো মুশকিল হয় দাড়াই, এটি এ কারনে কেননা একে তো তারা বয়স্ক অপরদিকে তাদের যেই সিঁড়ি দিয়ে উপরে যেতে হতো সেটাতে নাগিয়ে যে সিঁড়ি নিচের দিকে নামে সেই সিড়ি দিয়ে তারা চড়া শুরু করে দেয়।আর এর রেজাল্ট কি হতে পারে তা তো আপনারা অবশ্যই জানেন,এই বুড়ো লোক দুটো যতটা স্পিডে উপরে উঠছিল ততটাস্পিডে সিঁড়ির নিচের দিকে নেমে আসছিল, এ অবস্থায় তারা অনেক বার নিচে পরতে পরতে কোনো রকমে উপর প্রর্যন্ত পৈাছেই যায়, কনস্ট্রাকশানের কাজ অনেক পরিশ্রম আর বুদ্ধিমত্তার কাজ হয়ে থাকে এতে কোনা সন্দেহ নেই,যেখানে সময় একটু বেশি লাগুক সেটাও ভালো কিন্ত ভুলের কোনো স্থান এতে নাই, কোনো একটি শহর থেকে ভাইরাল হওয়া কনস্ট্রাকশানের এই ভিডিওটি দেখা সকল ব্যক্তিই অবাক করে রেখে দেয়।এই ভিডিওতে বিল্ডং কিছু সেকেন্ডের মধ্যেই ভেঙ্গে নিচে পড়ে যায়। এই মুহুর্তটি অনেক জঘন্য ছিল, তবে উপর ওয়ালার রহমত ছিল যে কেও এতে মারা যায়নি, এটি ভাঙ্গার পর অনেকে ধারনা করে যে নতুন ছাদে কম সময়ে সাথে সাথে কাজ শুরু করা অথবা নতুন ছাদে বৃষ্টির পানি জমা থাকা, এর কারণে এটি ভেঙেছে তবে কারন যেটাই হোক না কেন এর বিল্ডার এর কিঅবস্থা হয়েছিলো আপনারা তা আন্দাজ করতেই পারছেন।
রাশিয়াতে একজন অপরাধিকে অপরাধের কারনে কোটে নিয়ে আসা হয়,যেখানে তাকে ঠিক করা সময়ের আগেই নিয়ে আসা হয়।এই অপরাধি এতটাই হারামি ছিল যে তার চেহারায় নিজের করা অপরাধের জন্য কোনো লজ্জাবোধই ছিল না, এবংপুলিশের উপস্থিত থাকা সত্যেও নিজের ক্রিয়াকলাপ থেকে সে বিরত ছিলনা,আবার কিছুক্ষন চালাকি করার পর এই অপরাধি এক সময় এই কেবিনের উপর দিয়ে কোটের সিলিংকে ভেঙ্গে পালানোর ব্যার্থ চেষ্টা করে,জি হ্যা ব্যার্থ চেষ্টা, কেননা এটা তো পরিষ্কার যে এত পুলিশ আর টাইট সিকিউরিটির মাঝে সে কিভাবে পালাবে? পুলিশ শেষে তাকে কারেন্টের ঝটকা দিয়ে পুনরায় নিচে নামার জন্য বাধ্য করে, তারপরে এই অপরাধী শান্ত হয়,
অনেক জায়গাতে যখন বিল্ডিংয়ের ইট দূর্বল হয়ে পড়ে তখন তাকে ভেঙ্গে ফেলে নতুন করে বানানোই একমাত্র উপায় হয়ে থাকে। যেটি অনেক ঝুকির একটি কাজ হয়ে থাকে। যেখানে ভাগ্য নিজের সাথে থাকা অনেক বেশি জরুরি হয়ে থাকে।তাছাড়া এমন অনেক মুহুর্ত দেখতে পাওয়া যাবে যা এই জায়গাটিতে দেখতে পাওয়া যায়,।এখানে একটি ভিমে বসে থাকা অপারেটর এই স্থাপত্যকে চিন্তা ভাবনা করে সামনের দিকে ফেলে কিন্ত সে ভুলেই গিয়েছিলো যে সামনে তার গাড়ি পার্ক কারা আছে। কিন্ত যতক্ষনেতার সে কথামনে পড়ে ততক্ষনে সে এই স্থাপত্যটিকে ফেলে দিয়েছে,
কনস্ট্রাকশানের কাজে ব্যাবহৃত হওয়া এই মেশিনটিকে তো আপনারা অবশ্যই দেখে থাকবেন যা কংক্রিট কে সমান করার কাজ করে থাকে,এরকমই একটি কনস্ট্রাকশান সাইটে অবস্থিত এ মেশিন সকল ওর্কারকে হতভম্ব করে ফেলে যখন এই মেশিন টেকনিক্যালি খারাপের কারনে একা একাই গোল গোল ঘুরতে থাকে এই সকল ওয়ার্কারের ভাগ্য দেখুন কতটা খারাপ ছিল একে কাঠের নানাভাবে থামানোর চেষ্টা করছিল আবার কখনো প্লাস্টিকের বড় র্যাপার দিয়ে কিন্তু এই মেশিন থামার নামই নিচ্ছিল না এবং শেষে বিদ্যুতের সুইচ বন্ধ করার পরেই এই মেশিনটি নিয়ন্ত্রনে আসে। সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা যে আমাদের ভাগ্য যেন আমাদের সাথে কখন ওবিশ^াসঘাতকতা না করে। আপনার সাথে কি কখনও এরকম দূভাগ্যবান জিনিস ঘটেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, লাইকদিন ও কমেন্ট করুন। আর দুরন্ত কে সাবস্ক্রাইব করে বেল আইকণটিতে ক্লিক করে রাখুন
What's Your Reaction?