চকলেট খেলে সেরে যাবে সর্দি-কাশি, কিন্তু কিভাবে?
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            খুব দ্রুত তাপমাত্রার তারতম্য ঘটার কারণে প্রতিনিয়ত বাড়ছে জ্বর, ঠান্ডা সর্দি- কাশির যন্ত্রণাসহ নানা রকম পানি বাহিত রোগের সমস্যা৷ তার উপরে করণার আতঙ্ক তো থাকছে।
ঠিক এই সময়টিতে অনেকেই এন্টিবায়োটিক এর শরণাপন্ন হলেও এর প্রভাবে শরীর হয়ে যায় অত্যাধিক দুর্বল।  তবে আপনি যদি চকলেট খেতে ভালোবাসেন এবং বাড়িতে থাকে পর্যাপ্ত পরিমাণে চকলেট থাকে, তাহলে আর এন্টিবায়োটিক কিংবা কফ সিরাপ না খেয়ে চকলেট খান।
ইংল্যান্ডের এক গবেষক দলের দেয়া তথ্যমতে বাজারে থাকা ডার্ক চকলেটে রয়েছে কোকোয়ার উপস্থিতি, যা সর্দি কাশি নিরাময়ে সহায়ক।
তাদের মতে কোকোয়াতে সাধারণ কফ সিরাপের চেয়ে অনেক বেশি আঠালো হয়।তাই এটি গলার ভিতরে পুরু আস্তরণ করতে সক্ষম। ফলশ্রুতিতে ২৪-৪৮ ঘন্টার মধ্যে সর্দি কাশির সমস্যার সমাধান হয়ে যায়।