করোনা থেকে বাঁচতে মাঝ আকাশে বিয়ে (ভিডিওসহ)
বিশ্বব্যপী করোনা মহামারি সময়ে মৃত্যু কিংবা সংক্রমণ দুটো দিক থেকেই অন্য দেশের তুলনায় বেশ এগিয়ে ভারত। মৃত্যুর সংখ্যা হিসাব করলে দেশটি যেন একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একই সঙ্গে নব্য শনাক্ত ব্ল্যাক ফাঙ্গাসের ভয় তো রয়েছেই। যে কারণে খুব স্বাভাবিকভাবেই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে চলছে সর্বাত্মক লকডাউন। বিয়ে কিংবা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।
তবে সব বিধি-নিষেধ উপেক্ষা করেই ভারতে বিয়ের আয়োজন করেছে এক নব দম্পতি। বিয়েতে আমন্ত্রিত অতিথি তালিকাও চোখে পড়ার মত। তবে প্রশাসনের কবল থেকে বাঁচতে এক অভিনব আয়োজন করেছেন তারা। বিমান ভাড়া করে আকাশে উড্ডয়নরত অবস্থাতেই সম্পন্ন হয়েছে এই বিয়ে। এ সময় বিমানে নব দম্পতির সাথে উপস্থিত ছিলেন ১৭০ জন নিকট আত্মীয়-স্বজন। ভারতের তামিল নাডুর এক রাজ্যে এই ঘটনা ঘটেছে। যদিও জানাজানি হলে ফ্লাইটের ঐ বিমানের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নইচ্ছে প্রশাসন।
বিয়ের সেই ভাইরাল ভিডিওঃ https://twitter.com/i/status/1396465757505028108