পুরুষের গোপন রোগ এবং কারণ!
নারীদের পাশাপাশি নানা রকম গোপন রোগে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে বহু পুরুষ! এবং এসব ইস্যুকে কেন্দ্র করে পারিবারিক কলহ লেগে থাকে পরিবারে। দাম্পত্য সুখ নষ্ট হয়।
তবে রোগ নির্ণয় করে চিকিৎসা নিতে পারলে সহজেই এসব গোপন রোগ থেকে পরিত্রাণ সম্ভব। এ বিষয়ে নিশ্চিত করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ত্বক, যৌন, এবং কসমেটিকস রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. একেএম মাহমুদুল হক।
পুরুষত্বহীনতা বা পুরুষের শারীরিক অক্ষমতা সমাজে প্রকট আকার ধারণ করেছে৷ যার মধ্যে বেশিরভাগ অংশই উঠতি যুবক৷ ফলে অভিভাবকরা হয়ে পড়ছেন দুশ্চিন্তাগ্রস্থ।
পুরুষত্বহীনতাকে ডাক্তারি ভাষায় তিন শ্রেণীতে ভাগ করা যায়। এক, ইরেকশন ফেইলিউর বা পুঃলিঙ্গ উত্থানে ব্যর্থতা। দুই, পোনিট্রেশন ফেইলিউর বা লিঙ্গ যোনিদ্বার ছেদনে ব্যর্থতা৷ তিন, প্রি-ম্যাচুর ইজাকুলেশন বা সহবাসে দ্রুত বীর্যপাত।
কারণ হিসেবে ডা. জানিয়েছেন, পার্টনারকে অপছন্দ, দুশ্চিন্তা, অবসাদ, রক্তে সেক্স হরমোনের ভারসাম্যহীনতা।
এসব লক্ষণ দেখা দিলে ডাক্তারি পরামর্শ অতি দ্রুত নেয়া উচিত৷ না জেনে ফার্মেসী থেকে ওষুধ খাওয়া চিরজীবন সন্তান জন্মদানে অক্ষমের মত মারাত্মক রোগ হতে পারে।