AI দিয়ে যেকোন  টেক্সট লিখে ভিডিও বানান যেকোনো ছবির মাধ্যমে

AI দিয়ে যেকোন  টেক্সট লিখে ভিডিও বানান যেকোনো ছবির মাধ্যমে

AI দিয়ে যেকোন  টেক্সট লিখে ভিডিও বানান যেকোনো ছবির মাধ্যমে

আজকের ব্লগে লিখবো অসাধারন একটি AI ওয়েবসাইট নিয়ে। এই ওয়েবসাইট এর মাধ্যমে যেকোনো ইমেইজ দিয়ে আপনার টেক্সট আপলোড করে খুব ইজিলি ভিডিও তৈরি করতে পারবেন।

আমরা অনেকেই আছি যারা নিজেদের বন্ধুদের নিয়ে অনেক মজার ভিডিও বানাতে চাই। আবার অনেকেই আছি যারা ভিডিও আপলোড করি থাকি কিন্তু নিজেদের ফেইস দেখাতে চাইনা তারাও এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনার কাংখিত টেক্সট লিখে খুব সহজেই ভিডিও বানিয়ে নিতে পারবেন।

কিভাবে ভিডিও বানাবেন চলুন তাহলে শুরু করা যাক।

১। প্রথমে এই চলে যান D-ID AI ওয়েবসাইট এ
২। তারপর আপনার ব্রাউজারের ডেস্কটপ মুড চালু করে নিন।
৩। তারপর Digital Pepole Text to Video এই লিখাটার নিচে দেখবেন Try it now লেখা রয়েছে ঐখানে ক্লিক করবেন।
৪। এখন Start to free trial ক্লিক করবেন
৫। এরপর Guest এ ক্লিক করুন
৬। এবার আপনার জিমেইল দিয়ে লগিন করে নিবেন
৭। আমাদের লগিন সম্পুর্ন হয়ে যাবার পরে ভিডিও বানানোর জন্য +Creat Video তে ক্লিক করতে হবে
৮। এরপর আমরা এইখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করতে পারবো ইমেইজ দিয়ে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কারো ইমেইন দিয়ে ভিডিও বানাবেন। 
৯। এরজন্য Add বাটনে ক্লিক দিবেন তারপর ছবি সিলেক্ট করবেন 
১০। এবার যে লেখা দিয়ে ভিডিও বানাতে চান ঐ লেখাটি Script এর নিচে আপনার লেখাটি লিখুন
১১। ভাষাতে Bangladesh সিলেক্ট করবেন এবং ভয়েসে আপনার ইচ্ছামতো male/female সিলেক্ট করে উপরে ডানপাশে কোনাতে দেখবেন লেখা রয়েছে Generate Video ঐখানে ক্লিক করবেন
১২। এরপর Generate এ ক্লিক করবেন

এখন আমাদের ভিডিও বানানো হয়ে গিয়েছে। ভিডিওটি ডাউনলোড করে নিতে ভিডিওর মাঝে ক্লিক দিন এরপর দেখবেন ডাউনলোড লেখা আসবে ঐখানে ক্লিক দিবেন।
এই ওয়েবসাইট দিয়ে আপনি একটি একাউন্ট দিয়ে free trail দিয়ে সর্বোচ্চ ২০টি ভিডিও বানাতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow