শিশুর চোখে গুবরে পোকা! হতবাক বাবা-মা

শিশুর চোখে গুবরে পোকা! হতবাক বাবা-মা

শিশুর চোখে গুবরে পোকা! হতবার বাবা-মা

মানব শরীর এর অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ হল চোখ। তাই অসাবধানতাবশত যদি চোখের মধ্যে কোনোভাবে ধূলো বালি ঢুকে পরে, কতটাই না অস্বস্তি হয়।। এই বিষয়ে ধারণা প্রায় সবারই আছে। তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এমনই এক ঘটনা ঘটেছে যা বস্তুত, হতবাকই করেছে সকলকে! বছর ছয়ের একটি বাচ্চার চোখে প্রায় ৯ ঘন্টা এঁটে বসেছিল জ্যান্ত গুবরে পোকা। শুনতে অবাক লাগলেও, এটি একেবারেই সত্যি কাহিনি। আর এই ঘটনার ছবি দিয়ে পোস্ট করা ছবিগুলোও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জানা যায়, সন্ধ্যার পর থেকেই বাচ্চাটির চোখে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। ফলে বাচ্চার মা ক্রিস মঙ্ক, তাকে চোখ বার বার ধুতে বলেন। তবে চোখে পানির ঝাপটা দিয়েও কিছুতেই যন্ত্রণা কমছে না। বাচ্চাটির মা ক্রিস ভালো করে করে দেখেও চোখের ভিতরে কিছু খুঁজে পাননি। এমনই ভাবে কিছুক্ষণ কাটার পর যন্ত্রণা এতটাই বেড়ে ওঠে যে কাঁদতে শুরু করে বাচ্চাটি। সেই সময় তাঁর মায়ের নজরে আসে, চোখের ভিতর কালো রঙের কিছু একটা দেখা যাচ্ছে। ততোক্ষণে বাচ্চাটির চোখ লাল হয়ে ফুলে উঠেছে। এমন অবস্থায়তেই রাত দেড়টা নাগাদ তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাচ্চাটিকে। সেখানেই পরীক্ষা করার পর ডাক্তাররা জানান, বাচ্চাটির চোখে থাকা কালো বস্তুটা আসলে একটা জ্যান্ত গুবরে পোকা। যেটি টানা ৯ ঘন্টা ধরে চোখের ভিতর কামড় দিয়ে আটকে ছিল। আর কান্নাকাটি করার ফলে সেটি চোখের সাদা অংশে মধ্যে চলে আসে। এর পরে প্রয়োজনীয় ব্যবস্থা ওষুধপত্র দিয়ে ছেড়ে দেয়া হয় বাচ্চাটিকে। তার চোখ এখন ভালোই আছে বলে জানিয়েছেন সেই হাসাপাতালের চিকিৎসকগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow