গুগল একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহারের বিভিন্ন পদ্ধতি!
 
                                                                                                    বেশিরভাগ মানুষের একাউন্টে এক স্তরের নিরাপত্তা রয়েছে – পাসওয়ার্ড। টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে যদিওবা কেউ আপনার পাসওয়ার্ড জেনে যায় বা হ্যাক করে, তবুও আপনার একাউন্ট নিরাপদ থাকবে। কেননা একাউন্টে প্রবেশের সময় টু-স্টেপ ভেরিফিকেশন আপনি ব্যতীত অন্য কারো লগিন দুঃসাধ্য করে তুলবে।ভেরিফিকেশন কোডসমুহ যেহেতু ইউনিক, তাই কারো পক্ষে সেগুলো অনুমান করা বা হ্যাক করা সম্ভব নয় বলা চলে। লগিন এর সময় পূর্বে সেটাপ করা পদ্ধতিতে টু-স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক গুগল একাউন্ট এর টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতিসমুহ সম্পর্কে।
*ফোন কল বা এসএমএস
একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বারে কল কিংবা এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এসএমএস এর ক্ষেত্রে ৬ ডিজিটের একটি কোড পাঠানো হয়। ভেরিফিকেশন মেথডে ফোন কল সিলেক্ট করলে ফোনে কল করার মাধ্যমে কোড জানানো হবে। ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় যে নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেটির নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করা একান্ত জরুরি।
*ব্যাকাপ ফোন নাম্বার
আপনার ফোন যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে ব্যাকাপ হিসেবে এড করা অন্য কোনো ফোন নাম্বারে আসা ভেরিফিকেশন কোড ব্যবহার করেও টু-স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
*ব্যাকাপ কোড
গুগল একাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করার সময় ওয়ান-টাইম ব্যবহারের জন্য কিছু ব্যাকাপ কোড ডাউনলোড করার অপশন দেয়া হয়। এই কোডসমুহ প্রিন্ট বা ডাউনলোড করে রাখতে পারেন। যখনই হাতের কাছে ফোন থাকবেনা, তখন এসব কোড ব্যবহার করে লগিন সম্পন্ন করতে পারবেন। গুগল একাউন্ট সেটিংস থেকে ২-স্টেপ ভেরিফিকেশন অপশনে গিয়ে পরবর্তীতেও এই কোডগুলো ডাউনলোড করে নিতে পারেন।
*গুগল অথেনটিকেটর
অ্যান্ড্রয়েড, আইফোন বা ব্ল্যাকবেরি ডিভাইসে গুগল অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করে ভেরিফিকেশন কোড জেনারেট করে তা টু-স্টেপ ভেরিফিকেশনে ব্যবহার করতে পারবেন। ফোনে কানেকটিভিটি কাজ না করলে, এই পদ্ধতিটি বেশ সহায়ক। এছাড়া এই পদ্ধতিটি ব্যবহার করলে এসএমএস বা কলের জন্য আর অপেক্ষা করতে হবেনা। অথেনটিকেটর অ্যাপ থেকে কোড নিয়ে ব্যবহার করতে পারবেন।
*অথেনটিকেটেড ডিভাইস ব্যবহার
ইতিমধ্যে সাইন-ইন করা আছে, এমন ডিভাইস থেকে লগিন রিকোয়েস্ট এপ্রুভ করেও টু-স্টেপ অথেনটিকেশন সম্পন্ন করা যায়। তবে সেক্ষেত্রেও কোড বা সিকিউরিটি কি ব্যবহারের প্রয়োজন হবে। আপনার এন্ড্রয়েড ফোন কিংবা আইফোনে যদি বা গুগল অ্যাপে লগইন করা থাকে তাহলে আপনি এই ফিচারের মাধ্যমে অন্য ডিভাইসের লগিন কনফার্ম করতে পারবেন। অন্য ডিভাইসে ইমেইল ও পাসওয়ার্ড দেওয়ার পর আপনার বর্তমান ডিভাইসে একটি নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশন কনফার্ম করে আপনি টু-স্টেপ ভেরিফাই করতে পারবেন।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	