স্মার্টফোনে তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি

স্মার্টফোনে তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি
কম বেশি সবাই ছবি তুলতে পছন্দ করেন। ঘুরতে গেলে নিজের ছবি ছাড়াও আমরা প্রকৃতির ছবি ক্যামেরাবন্দী করি। হাতে ডিএসএলআর ক্যামেরা না থাকায় অনেকেই পছন্দনীয় ছবি তুলতে পারেন না। তবে সামর্থ্যের কারণে অনেকেই ডিএসএলআর কেনার সামর্থ্য থাকে না। সেক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করে ডিএসএলআর এই তুলতে পারবেন স্মার্টফোনের মত ঝকঝকে ছবি।  বর্তমানে অধিকাংশ স্মার্টফোনে হাই রেজুলেশনের ক্যামেরার সাথে রয়েছে এডভান্সড সেটিংস। ছবি তোলার ক্ষেত্রে যে বিষয় খেয়াল্র রাখবেন, এক, ছবি তোলার ক্ষেত্রে আলো বুঝতে হবে। সবসময় ফ্ল্যাশ লাইট অন করে রাখবেন না। ছবির কালার টোন নষ্ট হয়ে যেতে পারে। রাতে ছবি তোলার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে এসব বিষয়ে। দুই, ছবির আয়তন বুঝুন। ছবির নেগেটিভ স্পেশ ভালোমত ব্যবহার করতে হবে। সচারচর ছবি তোলার থেকে ভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলুন। এতে ছবির নিজস্ব স্বকীয়তা তৈরি হবে। তিন, অতিরিক্ত অন্ধকার ছাড়া নাইট মুড অন করবেন না। কেননা এতে সেটিংসে কিছু ফিক্সড অপশন এসে পড়ে। যা ছবি কাপলে ছবি ব্লার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow