"জাওয়ান" সিনেমার রিভিউ: শাহরুখ খান প্রত্যাশার চেয়েও দারুণ!
প্রথমত যারা 'জাওয়ান' পাইরেটেড, হলপ্রিণ্ট দেখছেন ইচ্ছাকৃত বা বাধ্য হয়ে, তারা সিনেমাহলে দেখার মত সবচেয়ে বড় আয়োজনটা মিস করলেন!
যারা 'জাওয়ান' পাইরেটেড, হলপ্রিণ্ট দেখছেন ইচ্ছাকৃত বা বাধ্য হয়ে, তারা সিনেমাহলে দেখার মত সবচেয়ে বড় আয়োজনটা মিস করলেন! লজিক এবং সাইন্স বাড়িতে রেখে হলে গেলে, 'জাওয়ান' দারুন এন্টারটেইনিং লাগবে। 'মানুষ যা দেখতে চায়' ঠিক সেই টাইপের সিনেমা বানাতে সবচেয়ে বেশি মাস কানেক্টেড হতে হয়। লেজেন্ডারি শংকরের সহকারী হওয়ায় এটলি সেইটা খুব ভাল পারে, তা 'বিগিল', 'থেরি', 'মার্শাল' এ দেখেছি। তবে শাহরুখ যে এতটা সাউথ মাসালায় আত্মসমর্পন করবে, ভাবতেও পারি নি। একটা মানুষ ষাট ছুঁই ছুঁই বয়স অথচ আপনার মনে হবে ত্রিশ চল্লিশের কেউ ফাইট করছে, এটাই ডেডিকেশন।
একেবারেই এক লাইনের সাধারণ গল্প, আমি বললেও মনে হবে এইটা দেখার কী আছে! কিন্তু এরেঞ্জমেন্ট, হিরোইজম, বিজিএম, ক্যামেরা, ফাইট যে লেভেলের হয়েছে, তাতে একসময় গল্পের গুরুত্ব ভুলেই গিয়েছিলাম। রোমান্স বলতে তেমন কিছু নাই, কোন একটা প্লটও সময় নিয়ে বিল্ড আপ নাই, সাবপ্লট আর ইস্টার এগে ভরা তবে এটলি সবগুলোকে যেভাবে জুড়ে দিয়েছে, 'অসাধারণ'!
জেলার শাহরুখ জেলের মেয়েদের নিয়ে বিভিন্ন কায়দায় পাবলিককে হোস্টেজ করে জনহিতকর দাবি আদায় করে নিচ্ছে আর পুলিশকে বোকা বানাচ্ছে। স্বভাবতই ভিলেনের টাকা হারানোয় সে ক্ষেপে এই জেলারকে ধরবেই আর বেরিয়ে আসবে পুরনো ইমোশনাল ইতিহাস আর রিভেঞ্জের গল্প।
বাবা ছেলের সম্পর্ক, পাবলিক মেসেজ আর ইমোশনাল জেললাইফ এই সিনেমার প্রাণ। পারফরম্যান্স সব একাই নিজের করে নিয়েছেন। ফাইট, ডায়লগবাজিতে শাহরুখকে অভিনব কোন অভিনয় করতে হয় নি। বিজয় সেথুপাতির হিন্দী ভাল লাগে নি, বয়স্ক ভিলেনকে পেটানোটাও জমে নি। নয়নতারার থেকে বাকি মেয়েদের রোল এবং স্পেস ভাল ছিল, দীপিকার রোল অনেককে ইমোশনাল করবেই। বাচ্চা মেয়েটাও ভাল করছে।
অনিরুদ্ধর গান ভাল হয় নি, তবে বিজিএম এখন অব্দি বেস্ট। ফাইট, কোরিওগ্রাফি, ভিএফএক্স পুরাই খাপে খাপ। ক্লাইম্যাক্স খুব দুর্বল এবং লেন্থি। অনেক টাইট স্ক্রিনপ্লে হলেও গান অতিরিক্ত লেগেছে! তবে 'জাওয়ান' শাহরুখের সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে যাচ্ছে সাউথেও।
Rating 8/10
What's Your Reaction?