স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়ালে কী করবেন?
দাম্পত্য সম্পর্ক সবার ক্ষেত্রে মধুর হয় না। পারিবারিক কলহ তৈরিও হয় বিভিন্ন রকম কারণে। এছাড়া পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষ ভুলে জড়িয়ে যেতে পারে। স্বামী-স্ত্রী যে কেউ পরকীয়ায় জড়ালে তা অপরের জন্য অবশ্যই সুখকর নয়। তবু অনেককেই এমন পরিস্থিতির সম্মখীন হতে হয়।
এমন পরিস্থিতিতে পড়লে যা করণীয়:
প্রমাণ ছাড়া সন্দেহ করবেন না: সন্দেহের বসে কোন সিদ্ধান্ত নিলে সবসময় পস্তাতে হয়! তাই কোন ধরণের সিদ্ধান্ত নেয়ার আগে আগে যাচাই-বাছাই করে নিন। কেননা, শুধু সন্দেহের বসে কোন কিছু করলে শুধুই তিক্ততা বাড়বে। কোন সমাধান আসবে না। তাই আগে নিজে নিশ্চিত হয়ে নিন ঘটনার সত্যতা।
নিজের ভুল-ত্রুটি পর্যবেক্ষণ: পরকীয়া কোনভাবেই সমর্থন যোগ্য নয়। কিন্তু কাউকে এক তরফা দোষ দেয়ার আগে কারণটা ভাবুন। নিজের ভুল ত্রুটিগুলো ভালোকরে পরখ করার চেষ্টা করুন। তাই শুরু থেকে যত্নশীল হওয়ার চেষ্টা করুন। যত্নশীল ও কেয়ারিং হলে অধিকাংশ ক্ষেত্রেই ভুলে জড়ানোটা হয় না।
কথা বলুন, চিৎকার নয়: আপনি যা ভাবছেন তা নিয়ে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, চিৎকার-চেচামেচি কখনোই ফলপ্রসু সমাধান দিতে পারে না। তার সমস্যার কধা জানতে চান, এমনও হতে পারে তার ভুলের পথ প্রশস্ত হয় নি। এখনো ফিরে আসার সম্ভাবনা রয়েছে। একমাত্র খোলামেলা শান্তিপূর্ণ আলোচনাই দিতে পারে সঠিক সমাধান।
বিশেষজ্ঞ কাউন্সেলিং নিতে পারেন: নিজ সঠিক সমাধান বের করতে না পারলে বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। প্রয়োজনে সাইকোলজিস্ট এর কাছে দুজনেই যান। এতেও দুজনের জন্যই মঙ্গলকর সমাধান পেতে পারেন।