সাবেক স্বামীকে হত্যার জন্য ওয়েবসাইট থেকে খুনি ভাড়া স্ত্রীর! এরপর?
সাবেক স্বামীকে প্রচন্ড ঘৃণা করতেন এই নারী। মনে প্রাণে প্রতিনিয়ত মৃত্যু কামনা করতেন স্বামীর। একটা সময় স্বামীকে খুন করতে প্রতিজ্ঞ হন স্ত্রী। স্বামীকে খুন করতে তাই রেড আ হিটম্যান নামে এক ওয়েবসাইটের দারস্থ হন তিনি।
মূলত ওয়েবসাইটে অন্য গ্রাহকদের ভালো রিভিউ দেখেই অই মহিলা এই ওয়েবসাইটের দারস্থ হন। ওয়েবসাইট কর্তৃপক্ষ সুত্রে জানা গাছে তাদের অধীনে ১৮০০ কর্মী রয়েছে।
ওয়েবসাইটটির কনসালটেন্ট জানিয়েছে, হিটম্যানরা কখনো কাউকে হত্যা করে না। বরং সাইট থেকে এমন মানুষদেরই সন্ধান করা হয় যারা কাউকে হত্যার জন্য ভারাটে খুনি খুঁজছেন। এরপর এই অপরাধেই পুলিশের হাতে দিয়ে দেয়া হয় অপরাধীকে।
এদিকে সাবেক স্বামীকে হত্যার জন্য ভাড়াটে খুজতে আসা অই নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এই জন্য তাকে নয় বছর কারাদণ্ড দেয়া হয়েছে৷