কষ্টের ২ লাখ টাকা খেলো ইঁদুর,মাথায় হাত সবজি বিক্রেতার

কষ্টের ২ লাখ টাকা খেলো ইঁদুর,মাথায় হাত সবজি বিক্রেতার

কষ্টের ২ লাখ টাকা খেলো ইঁদুর,মাথায় হাত সবজি বিক্রেতার

সবজি বিক্রেতার কষ্টের ধন ২ লক্ষ টাকা কুটি কুটি করল এক ইঁদুর। আর তাতেই মাথায় হাত তেলঙ্গনার সেই বিক্রতার। রীতিমত হতাশ হয়ে গিয়েছেন সেই সবজি বিক্রেতা। সবগুলিই ছিল ৫০০ টাকার নোট। ভেমুনুর গ্রাম এর সেজ বাসিন্দা রেদ্যা নায়েক। সবজি উৎপাদন আর আর দুচাকার একটি গাড়িতে করেই সবজি বিক্রি করেই দিন কাটান তিনি। খুব কষ্ট করে প্রায় ২ লক্ষ টাকা জমিয়েছিলেন। কিছু টাকা ধারও করেছিলেন আত্মীয় সজনের কাছ থেকে। উদ্দেশ্য ছিল টাকা জমার পর নিজের পেটের অস্ত্রোপচার করে নেয়ার। কষ্টের টাকা আলমারিতে মধ্যে একটি কাপড় এর ব্যাগে রেখে দিয়েছিলেন। গুণে গুণে ৫০০ টাকার নোট এ মিলিয়ে মোট ২ লক্ষ টাকা ছিল। কিন্তু দিন কয়েক আগে আলমারি থেকে সেই ব্যাগ বার করতে গিয়ে চোখ কপালে ওঠে সেই বিক্রেতার। তিনি দেখেন সব টাকা কুটি কুটি করে কেটে দিয়েছে, বিষয়টি ছিলো ইদুরের কাজ। অসহায় সেই ব্যক্তি জানান এটি তার শেষ সম্বল ছিল। একটি সুতির ব্যাগে তিনি ২ লক্ষ টাকা জমিয়ে রেখেছিলেন। আর সেই ব্যগ ছিল আলমারিতে। তিনি আরও জানান, নোটগুলি বদল করার জন্য তিনি স্থানীয় ব্যাঙ্কে গিয়েছিলেন। কিন্তু তারা সরাসরি তাকে ফিরিয়ে দিয়েছে। একই সঙ্গে হায়দরাবাদে রিজার্ভব্যাঙ্কে এর যে শাখা রয়েছে সেখানে যোগাযোগ করতে বলেছিলেন। তিনি আরও জানান, নোটগুলি বদল করার জন্য তিনি স্থানীয় কিছু ব্যাঙ্কেও গিয়েছিলেন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নোংরা আর ক্ষতিগ্রস্ত নোট জমা দিয়ে নতুন নোট দেয়ার নির্দেশ দিয়েছিলো অনেক আগেই। কিন্তু ইদুরে খাওয়া টাকা ফেরত নেওয়া হবে কিনা তা জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow