বিশ্বের প্রথম এসএমএস কোনটি? কী লেখা ছিল তাতে?
স্মার্টফোন আবিষ্কারেরও বহু আগে থেকেই চালু হয় একে অপরকে ক্ষুদে বার্তা পাঠানোর রেওয়াজ। আর এখন তো স্মার্টফোনের এই যুগে সোশ্যাল মিডিয়ায় সব সময়ই কেউ না কেউ টাইপিং কিংবা টেক্সট মেসেজ পাঠাতে ব্যস্ত সময় পাড় করছেন। তবে জানেন কি ডিজিটাল দুনিয়ায় বিশ্বের প্রথম টেক্সট মেসেজ কোনটি?
কম্পিউটার থেকে বিশ্বের প্রথম টেক্সট মেসেজটি পাঠিয়েছিলেন ২২ বছর বয়সী এক ব্রিটিশ প্রোগ্রামার। ব্রিটিশ টেলকো জায়ান্ট ভোডাফোন সিদ্ধান্ত নিয়েছে নন ফানজিবল টোকেন বা এনএফটি হিসেবে অই এসএমসিটি নিলামে তোলা হবে। ফ্রান্সের প্যারিসে অগাতস অকশন হাউজে আইকনিক অই টেক্সট মেসেজটি নিলামে তোলা হবে। বার্তাটি এক লাখ ৫৭ হাজার ডলার থেকে তিন লক্ষ ১৫ হাজার ডলারের মধ্যে বিক্রি করা হবে৷