জানোয়ার' নাকি 'ফ্রাইডে' কোনটা এগিয়ে? নাকি পিছিয়ে... 

সত্য ঘটনা অবলম্বনে যারা ফিকশন নির্মাণ করেন তাদের মাঝে নির্মাতা হিসেবে রায়হান রাফির অবস্থান অনেকটা এগিয়েই বলে আমার মনে হয়।

জানোয়ার' নাকি 'ফ্রাইডে' কোনটা এগিয়ে? নাকি পিছিয়ে... 

সত্য ঘটনা অবলম্বনে যারা ফিকশন নির্মাণ করেন তাদের মাঝে নির্মাতা হিসেবে রায়হান রাফির অবস্থান অনেকটা এগিয়েই বলে আমার মনে হয়। কারণ ইতোপূর্বে যেসব কাজই সত্য ঘটনা অবলম্বনে কিংবা আংশিকভাবে প্রভাবিত হয়ে তিনি ওয়েব ফিল্ম কিংবা পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা নির্মাণ করেছেন তা ভক্ত-সমর্থক এবং সিনেমাপ্রেমীদের মাঝে কম-বেশি সাড়া ফেলেছে।  

'জানোয়ার' নি:সন্দেহে রায়হান রাফির নির্মাণে অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত। এদিকে অনেকটা একই ঘরানার নির্মাণ এই নির্মাতার সত্য মুক্তিপ্রাপ্ত 'ফ্রাইডে' ওয়েব ফিল্মটি এবং এটিও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই অনুপ্রাণিত। 

গল্পটা আমার কাছে চরিত্র কেন্দ্রিক লেগেছে। যেখানে মুনার নৃশংস এবং ভয়ংকর হয়ে ওঠার একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে। যদিও গল্পটা আরও একটু ডিটেইলে হওয়া প্রয়োজন হয়তো ছিল। তবে ঘটনার উপস্থাপনটা আমার বেশ ভালো লেগেছে। এই মুনার সংসার কিংবা ব্যক্তি মুনা সবটাই ছিল ভীষণ শান্ত। স্বামী সন্তান, মা-বোন এদের নিয়ে সুখেই থাকতে চেয়েছিল। কিন্তু মুনার মত এই শান্ত মানুষগুলো পরিস্থিতির কাছে বাধ্য হয়ে যখন অশান্ত হয়ে ওঠে তখন তার থেকে ভয়ংকর বোধহয় কিছু হতে পারে না।  'ফ্রাইডে' মুক্তির অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে এটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য৷ আর কারণটা যে একবিন্দুও মিথ্যে নয় সেটা ওয়েব ফিল্মটি দেখলেই বুঝবেন। ভায়োলেন্স হয়তো 'জানোয়ার'কে ছাপিয়ে যেতে পারে নি, কিন্তু গল্পে মুনার মনস্তাত্ত্বিক অবস্থান, তা ক্যামেরায় ফুটিয়ে তোলা এবং যৌনতার পরিমিত উপস্থাপন বেশ স্মার্ট আর এদিকেই এগিয়ে 'ফ্রাইডে'। 

ওয়েবফিল্মটিতে নাসির উদ্দীন খান, তমা মির্জা, ফারজানা ছবিসহ হাতে গোনা কয়েকজনই অভিনয় করেছেন৷ কিন্তু প্রত্যেকেই এতোটা দুর্দান্ত ছিলেন যে চরিত্রগুলো বাস্তবিক হয়ে উঠছিল পর্দায়৷ তমা মির্জার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় হয়তো এটিই। আর পক...পক...পকাত রুপী নাসির উদ্দীন খানের কথা নাই বললাম। আমি এই লোকটির অভিনয়ের অসম্ভব ভক্ত৷ 

যেহেতু সত্য ঘটনা অনুপ্রাণিত 'ফ্রাইডে' ওয়েব ফিল্মটি, তাই শেষটাও অনুমান করা যাচ্ছিল। তবে নৃশংস ব্রুটাল ফিল্ম দেখে যারা অভ্যস্ত তারা এই লোমহর্ষক কাহিনী টপ টু বোটম উপভোগ করলেও দুর্বল চিত্তের মানুষদের না দেখাই শ্রেয়। (বিঞ্জ প্ল্যাটফর্মে দেখতে পারবেন 'ফ্রাইডে')

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow