সাবধান! আপনার আইস্ক্রিমে করোনার জীবাণু নেই তো?

সাবধান! আপনার আইস্ক্রিমে করোনার জীবাণু নেই তো?
চলমান করোনা মহামারিতে পুরো বিশ্বই এক কঠিন ও ভয়াবহ সময় অতিক্রম করছে। ভ্যাক্সিন নিতে গেলেও করতে হচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়ার দুশ্চিন্তা। এর মধ্যেই পাওয়া গেল আরও একটি খারাপ খবর। পরীক্ষা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে করোনার জীবাণু পাওয়া গিয়েছে আইস্ক্রিমের মধ্যেও। সম্প্রতি এমন খবর মিলেছে উত্তর চীনে। আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা গিয়েছে চীনের তিয়ানঝিন নামক পৌর এলাকায় একটি আইস্ক্রিমের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাতে পাওয়া গিয়েছে করোনার জীবাণু। ফলে তিয়ানঝিন এলাকায় যেসব লোকজন ইতোমধ্যে আইসক্রিম খেয়েছেন তাদেরকে বাধ্যতামূলকভাবেই রাখা হয়েছে। কারখানার ১৬০০ শ্রমিককেও হোম কোয়ারেন্টাইনে বাধ্যতামূলকভাবে পাঠানো হয়েছে।  একই সাথে ঐ আইসক্রিম ফ্যাক্টরি বন্ধের জন্যও প্রশাসনিকভাবে বলা হয়েছে। জানা যায় আইসক্রিম অই কোম্পানিটি বিভিন্ন দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করতো। যার মধ্যে রয়েছে মিল্ক পাউডার যা আনা হয়েছে নিউজল্যান্ড থেকে। এছাড়া অন্য একটি আনা হয় ইউক্রেন থেকে। এর থেকেই ধারণা করা হচ্ছে যেকোনো সময় এই আইসক্রিম বা এর কাঁচামালের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাসের জীবাণু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow