সহযাত্রীর সঙ্গে যৌনতায় মত্ত চালক! ধাক্কা মারল গাড়ি, সঙ্গিনীর কামড়ে চালকের লিঙ্গ ক্ষতবিক্ষত
সহযাত্রীর সঙ্গে যৌনতায় মত্ত চালক! ধাক্কা মারল গাড়ি, সঙ্গিনীর কামড়ে চালকের লিঙ্গ ক্ষতবিক্ষত
গাড়ি চালানের সময় যাতে অন্য দিকে মন না যায় সেজন্য বরাবরই দিতে বারণ করা হয় চালকদের। ফোনে কথা বলাও যে খানে অনুচিত, সেখানে ওরাল সেক্স এ মেতে উঠেছিলেন ফ্লোরিড এর দুজন মানুষ। গাড়ি চালাচ্ছিলেন পুরুষ সঙ্গীটি, আর তাঁর পাশ এর সিটে বসা মহিলা সঙ্গীর সঙ্গে তখনই জমে উঠেছিলো যৌনতা। কিন্তু কে জানত এই আনন্দের ফল হবে ভয়াবহ। গাড়ি এমন সময় ধাক্কা মারল যে ওই পুরুষ সঙ্গীর লিঙ্গে দুর্ঘটনা এর কারণে কামড় বসিয়ে দিয়েছিলেন মহিলাটি, তাতে কার্যত ক্ষতবিক্ষত হয়েছে লিঙ্গ।
আমেরিক এর একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি করেছে, বুলেভার্ড নর্থ ওসন এলাকার ১৯ নম্বর স্ট্রিটে। খবর দিয়েছে ফোর্ট লডারডেল ফায়ার রেসকিউ। সেখানে ডেলিভারি সংস্থা ফেডেক্সের একটি ভ্যানি কার্যত ধ্বংসপ্রাপ্ত হয়েছে উচ্চগতিতে চলা এই গাড়িটিকে। কর্তৃপক্ষ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে লোকটি তার গার্লফ্রেন্ড এর যৌন কার্যকলাপ এর কারণেই গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেন। ফলে সন্ধ্যা সাতটা নাগাদ গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে ধাক্কা মারে। দম্পতি কে তাদের এসইউভিতে অর্ধ-নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, যখন এই দুজনকে উদ্ধার করা হয় তখন লোকটি ব্যথায় কাতরাচ্ছিলেন এবং অফিসাররা জানান তারা কাছে গিয়ে দেখেন, তিনি রাস্তার উপর মুখ উল্টে পড়ে ছিলেন অর্ধনগ্ন অবস্থায়। এ দিকে মহিলার গোড়ালির কাছে তার জিন্স ছিল, মহিলার অন্তর্বাস এবং একটি সাদা ট্যাঙ্ক টপ শরীরে নিয়ে রাস্তায় উল্টে পডরেছিলেন। তাদের উদ্ধার করে চিকিৎসক এর কাছে নিয়ে যাওয়া হয়। ওই চালক আঘাত পেয়েছেন সামান্য, এ ছাড়াও মহিলারও হালকা আঘাত লেগেছে বলে মনে করা হচ্ছে। ওইদিকে ফেড-এক্সের যে গাড়িট এর সঙ্গে এই গাড়িটি ধাক্কা মারে, সেটির যাত্রীরাো সামান্য আঘাত পেয়েছেন। যদিও পুলিশ এখনও কোনও অপরাধীর নাম প্রকাশ করেনি।
What's Your Reaction?