সাধারণ পেটব্যথা নাকি আলসার বুঝবেন যেভাবে

সাধারণ পেটব্যথা নাকি আলসার বুঝবেন যেভাবে

পেটের আলসার অন্যতম জটিল একটি রোগ। সমস্যাটি দীর্ঘস্থায়ী হওয়ায় এই রোগ থেকে উত্তরণ বেশ কঠিন। আর এই জটিল রোগের সৃষ্টি হয় মূলত কয়েকটি ভুল খাদ্যাভ্যাসের কারণে।

অনেকে আলসারের প্রাথমিক অবস্থায় অজ্ঞতার কারণে কিংবা সাধারণ পেটে ব্যাথা মনে করে অবহেলা করেন৷ যার কারণে রোগটি সময়ের সাথে হয়ে ওঠে আরও বেশি ভয়ংকর। বিশেষজ্ঞদের মতে, আলসার রোগ থেকে অনেক সমস্যাই ঘটতে পারে, যার মধ্য রয়েছে পেটে রক্তপাত। এমনকি সঠিক চিকিৎসার অভাবে পাকস্থলীতে ছিদ্র পর্যন্ত হতে পারে। ধীরে ধীরে যা ক্যান্সারে রুপ নিতে পারে। আলসারের চিকিৎসায় প্রোটিন পাম্প ইনহিবিটর জাতীয় ঔষধ দেয়া হয় যা অত্যন্ত কার্যকরী৷ এর মাধ্যমে পেটে এসিড বের হওয়া বন্ধ হয়৷ আলসার রোগীদের ধুমপান ও মদ্যপান অবশ্যই বর্জনীয়। এছাড়া বিরত থাকতে হবে অতিরিক্ত ঝাল থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow