প্রথম ‘ভয়েস-টু-টেক্সট’ ফিচার চালু করলো ইমো
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            ভয়েস টু টেক্সট নামক সম্প্রতি একটা ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ ইমো। এই ফিচারটি ব্যবহারকারীদের ভয়েস রুপ অর্থাৎ কথ্য রূপকে লিখিত রুপে রুপান্তর করতে সক্ষম।
সর্বপ্রথম বাংলাদেশেই উন্মুক্ত করা হয়েছে নতুন এই ফিচারটি। এটি ব্যবহার করতে ইমো ব্যবহারকারীরা ভয়েস মেসেজের ডান দিকে একটি ভয়েস টু টেক্সট আইকন দেখতে পাবেন। আইকনের উপর ক্লিক করে আপনার ভয়েস দিন। এর মাধ্যমে ভয়েস মেসেজটি স্বয়ংক্রিয়ভাবেই পরিণত হবে টেক্সট মেসেজে। একাধিক ভয়েস মেসেজ টেক্সট মেসেজে রুপান্তর করতে প্রথম মেসেজ টেক্সট মেসেজে রুপান্তর হওয়ার পর পরবর্তী মেসেজ গুলো স্বয়ংক্রিয়ভাবেই টেক্সট মেসেজে রুপান্তর হতে থাকবে। 
উল্লেখ্য, বর্তমানে শুধু এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু আছে। তবে ইমো কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বিভিন্ন ভাষা ও দেশের জন্য পর্যায়ক্রমে চালু হবে ভয়েস টু টেক্সট ফিচারটি।