ওটিটি জগতে সাহসিকতার নতুন পালক সাফা কবিরের।

সাফা কবির! বাংলা নাটকের সাথে নামটি যেমন ওতপ্রতভাবে জড়িয়ে আছে, ওটিটি জগতে হয়তো ঠিক সেভাবে নয়।  

ওটিটি জগতে সাহসিকতার নতুন পালক সাফা কবিরের।

সাফা কবির! বাংলা নাটকের সাথে নামটি যেমন ওতপ্রতভাবে জড়িয়ে আছে, ওটিটি জগতে হয়তো ঠিক সেভাবে নয়।  এর কারণ ওটিটি কন্টেন্টে সাফা কবিরের কাজের অপ্রতুলতা৷ তবে সংখ্যার বিচারে না গিয়ে গুনগত বিচারে গেলে হয়তো স্টার মার্কই পাবেন এই অভিনয় শিল্পী। 

আমার চোখে ওটিটি কন্টেন্ট সিলেকশনে বাজিমাতের এই শুরুটা সাফা কবির করেছিলেন বলি' ওয়েব সিরিজে একজন সহজ গ্রাম্য মেয়ে 'আয়েশা' চরিত্রে নিজেকে সংযুক্ত করার মধ্য দিয়ে। আয়েশা'র বাবা মসজিদের ইমাম। একই সাথে সে প্রতিবাদী চরিত্র সোহেল মন্ডলের প্রেমিকা। এই কাজটি সাফার জন্য মাইলফলক হয়তো হয় নি, তবে গতানুগতিক ধারার নাটকে  বাইরে গিয়ে কিছুটা হলেও নিজের মনের অবদমিত ইচ্ছে পূরণ করতে পেরেছিলেন সাফা 'আয়েশা' চরিত্রে। 

এরপর তিনি অভিনয় করেছিলেন রায়হান রাফি পরিচালিত 'নিঃশ্বাস' ওয়েব ফিল্মে। এখানেও কন্টেন্ট সিলেকশন ও নিজের চরিত্রের ভিন্নতা আনতে যথেষ্ট মেধার পরিচয়ই দেন সাফা। বিশেষ করে প্রথম দৃশ্যেই সুমাইয়ার উপস্থাপন ছিল বেশ চমকপ্রদ ও দর্শক আকৃষ্ট করার মতো। এই গল্পে সুমাইয়া চরিত্রটি সাবপ্লট হিসেবে উপস্থাপন হলেও সাফা কবিরের অনবদ্য অভিনয় পুরো 'নি:শ্বাস'এ আলাদা মাত্রা যোগ করে। 

বিঞ্জ প্ল্যাটফর্মে সদ্য মুক্তিপ্রাপ্ত 'কুহেলিকা' ওয়েব ফিল্মে অন্বেষা চরিত্রটি রূপায়ণ যেন সাফা কবিরের ক্যারিয়ারে আরেকটি চমকপ্রদ সংযোজন। চরিত্রটি আধুনিক আবার আবেগপ্রবণও বটে। শত বিপদের আশঙ্কা জেনেও ভালোবাসার মানুষের হাতটি ধরতে একটুও দ্বিধাবোধ হয় না অন্বেষার। সেই বিপদ তো ঘটেই। কিন্তু তাই বলে ভালোবাসার মানুষের এই আমূল পরিবর্তন ও বেইমানিটাও মেনে নিতে পারে না অন্বেষা রুপে সাফা। মুক্তির নেশায় বুদ হয়ে আবারও জড়িয়ে পড়ে নতুন কুয়াশার (কুহেলিকা)'র চাদরে। ক্রাইম সাসপেন্স ঘরানার এই থ্রিলারে সাফা কবিরের উন্নতিটা আমার বেশ চোখে পড়েছে। নিজেকে ভাঙা-গড়ার এই প্রচেষ্টাও অনবদ্য। ওটিটির নির্মাতারা যে এবার চাইলেই চ্যালেঞ্জিং কোন চরিত্রে সাফাকে ভাবতে পারেন অন্তত সে বার্তা তো দিয়েছেন বটেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow