ফেইসবুকে আর বিশেষ সুবিধা পাবেন না রাজনীতিবীদরা!
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক দীর্ঘদিন এক বিশেষ ধরণের সুবিধার অন্তর্ভুক্ত ছিলেন রাজনীতিবিদরা। বিশেষ সেই সুবিধাটি হচ্ছে সাধারণরা ফেইসবুকের নীতিমালা ভঙ্গ করে কোন পোস্ট করলে সেই পোস্ট ফেইসবুকে অনুমোদন দেয়া হয় না। তবে রাজনীতিবিদরা সেই নিয়মের বাইরে ছিলেন।
অর্থাৎ ফেইসবুকের নীতিমালা ভঙ্গ করলেও রাজনীতিবিদরা যেকোনো পোস্ট করার ব্যপারে বিশেষ সুবিধা ছিল। তবে এবার নতুন খবর হচ্ছে সবার জন্যই একই নীতিমালা করতে যাচ্ছে ফেইসবুক। সেক্ষেত্রে রাজনীতিবিদ কর্তৃক পোস্টকৃত কোন ধরণের মিথ্যা কিংবা বানোয়াট সংবাদ ফেইসবুকের নীতিনির্ধারকদের পক্ষ থেকে যাচাই-বাঁচাই করা হবে। নতুন এই নীতিমালার ঘোষণা আসন্ন শুক্রবারই হওয়ার কথা রয়েছে।
ফেইসবুকের নতুন নীতিমালায় সবার পোস্টই সেন্সর করেই পোস্ট করা হবে এবং কোন পোস্ট এপ্রুভ হবে কিংবা কোন পোস্ট কেন এপ্রুভ হবে না সেই বিষয়েও বিস্তারিত ফেইসবুক ব্যবহারকারীকে জানিয়ে দেয়া হবে।