মৃত্যুর পর কী হবে আপনার গুগল একাউন্টের?

মৃত্যুর পর কী হবে আপনার গুগল একাউন্টের?
জন্মেছি যখন, মৃত্যু অবধারিত। তবে মৃত্যুর পরে কী হবে আপনার জি-মেইল কিংবা গুগল একাউন্টের? কখনো কি ভেবে দেখেছেন? আপনার আমার কাছে এই প্রশ্নের উত্তর না থাকলেও সম্প্রতি গুগল চালু করেছে নতুন এক ফিচার, যার নাম  inactive account manager. এই ফিচারটির সাহায্যে মৃত্যুর পর আপনার গুগল একাউন্টটির কী হবে তা এখন থেকেই ঠিক করে রাখতে পারবেন। সেই সাথে আপনার মৃত্যুর পর আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যগুলো কে কে ব্যবহার করতে পারবেন সেটাও আপনি এখন ঠিক করতে পারবেন। inactive account manager ফিচারটি ব্যবহার করতে প্রথমে আপনার ব্রাউজার থেকে https://myaccount.google.com এ যান এবং বাম পাশে থাকা  Date & Personalization অপশনে ক্লিক করুন। এরপর স্ক্রল করে 'Download, delete, or make a plan for your data' অপশনে ক্লিক  করুন। এরপর make a plan for your account অপশনে ক্লিক করে start বাটন ক্লিক করুন। এরপর কতদিন একাউন্ট ব্যবহার না করলে সেটা ইনএকটিভ হয়ে যাবে সেটা সিলেক্ট করুন। এক্ষেত্রে ৩ থেকে ৬ মাস কিংবা ১২ থেকে ১৮ মাস পর্যন্তও সিলেক্ট করা যাবে। আপনার ফোন নম্বর সংযুক্ত করলে সেখানে গুগল স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্যগুলো মেসেজের মাধ্যমে পোঁছে দিবে, এরপরই ডিলিট হবে। একই সাথে আপনি আপনার তথ্যগুলো ১০ জন মানুষকেও সিলেক্ট করতে পারবেন  যারা আপনার মৃত্যুর পর আপনার ব্যক্তিগত তথ্যগুলো শেয়ার করতে পারবেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow