অর্ধনগ্ন ছবিতে চিত্রনায়িকা আইরিন!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            অর্ধনগ্ন অবস্থায় ছবি তুলেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। শুধু ছবি তুলেই ক্ষ্রান্ত হন নি, আবার সেই ছবি আপলোড দিয়েছেন ব্যক্তিগত ইনস্টাগ্রামে। যা নিয়ে তার ভক্তদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ভালোবাসা জিন্দাবাদ, সেই তুমি, পদ্মার প্রেমসহ বেশ কিছু বাংলা সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পরিচিত মুখ হয়ে উঠেছেন চিত্রনায়িকা আইরিন। তবে অর্ধনগ্ন এই ছবি সম্পর্কে আইরিন জানান, আমার ইনস্টাগ্রামে আমি নিয়মিত ছবি আপলোড করি। বিভিন্ন সময় ফটোশুটের জন্য ছবি তুলে থাকি। তবে এই ছবি সম্পর্কে আমি কোন মন্তব্য করবো না।
উল্লেখ্য, প্যান্টিং ইউ গট লুক ২০০৮ প্রতিযোগিতায় "সেরা হাসি" টাইটেল বিজয়ী হয়ে বিনোদন জগতে পদার্পন করেন আইরিন।