গরমে বেড়েছে ব্রেন হেমারেজ ঝুঁকি, জানুন লক্ষণ, কাদের এই ,মৌসুমে সাবধান থাকা দরকার

গরমে বেড়েছে ব্রেন হেমারেজ ঝুঁকি, জানুন লক্ষণ, কাদের এই ,মৌসুমে সাবধান থাকা দরকার

তীব্র গরমে নাজেহাল হওয়া ছাড়া উপায় নেই কারোই। তবে এসময়ে নানান রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। আবার হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে। শুধু তাই নয়, বর্তমান সময়ে ব্রেন হেমারেজ এর মতোন সমস্যারও সম্মুখীন হচ্ছেন অনেকে।

চিকিৎসকদের মতে, যদি সময় মতন চিকিৎসা করানো না যায়, তাহলে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। দেশে প্রচন্ড গরমে নাজেহাল মানুষ। গরম এর কারণে মানুষের নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আর সেই সঙ্গে বাড়ছে ব্রেন হেমারেজ হওয়ার ঝুঁকি।

কাদের ব্রেন হেমারেজ হওয়ার ঝুঁকি বাড়ছে?

  • চিকিৎসকদের মতে, এই গরমে খুব সতর্ক থাকতে বলছেন সকলকেই। তাপ ও তাপমাত্রা পরিবর্তন এর কারণে ব্রেন হেমারেজ এর শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। ব্রেন হেমারাজ এর রোগীরা সাধারণ হসপিটাল গুলোতে ভর্তি হয়েছেন। আর এতে তরুণ তরুণীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
  • তাছাড়া যদি কেউ উচ্চ রক্তচাপে ভোগেন, তাহলে গরমে তারা কখনোই বাইরে বেরোবেন না। কেন ব্রেন হেমারেজ হয়? যদি তাপমাত্রা প্রচন্ড বাড়তে থাকে, তাহলে সাধারণ তাপমাত্রার সঙ্গে তাপমাত্রা যখনই ফারাক হবে তখনই কিন্তু মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারবে না।
  • যেকারণে মস্তিষ্কে সঠিকভাবে অক্সিজেন পৌঁছবে না। মানুষের ব্রেন হেমারেজ হওয়ার সম্ভবনা বেশি। অক্সিজেন সঠিকভাবে চলাচল না করলে মস্তিষ্কে যে স্নায়ু তা ফেটে যেতে পারে এবং রক্তক্ষরণ শুরু হয়ে যেতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।


লক্ষণ

  • হঠাৎ মাথায় তীব্র ব্যথা
  • মুখে অসাড় হয়ে যাওয়া
  • কথা বলতে অসুবিধা হওয়া
  • হাঁটতে বা কথা বলতে অসুবিধা। হাঁটতে ও কথা বলতে যদি একসঙ্গেই অসুবিধা হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

কারণ এগুলি ব্রেন হেমারেজ হওয়ার লক্ষণ। এই লক্ষণগুলি দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। কাদের সাবধান থাকতে হবে চিকিৎসকের মতে, পড়াশোনা, কেরিয়ার, পারিপার্শ্বিক চাপ থেকে নানান দুশ্চিন্তা বাড়তে থাকছে তরুণ তরুণীদের। যে কারণে তাদের মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা বাড়ছে। তাই আগেই তাদের সাবধান হতে হয়। তাছাড়াও উচ্চ রক্তচাপে আক্রান্ত, ডায়াবেটিস, ওবেসিটি, ধূমপান অতিরিক্ত পরিমাণে খেলে ব্রেন স্ট্রোক ও ব্রেন হেমারেজ হবার ঝুঁকি ক্রমশ বাড়বে। মাথায় বেশি চাপ নেবেন না। মাথা যন্ত্রণা হলে, হালকা মাথা ব্যথা হলে ফেলে রাখবেন না। এতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। না হলে বিপদে পড়তে পারে আপনাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow