প্রক্সি ও ভিপিএন এর মধ্যে পার্থক্য
জেনে নিন: প্রক্সি ও ভিপিএন এর মধ্যে পার্থক্য
আপনি কি সবসময়ই ইন্টারনেট কানেক্টেড থাকা অবস্থায় নিজের সিকিউরিটি ও প্রাইভেসি নিয়ে চিন্তিত থাকেন, তাহলে প্রক্সি সার্ভার আপনার সমস্যা গুলোর সমাধান সঠিক সমাধান হতে পারে। প্রক্সি সার্ভার এর মাধ্যমে, আপনি চাইলে আপনার কম্পিউটার এর IP address লুকিয়ে রেখে করে নিরাপদে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন ৷ আর আপনি যখনই ইন্টারনেট ও কোনো ওয়েবসাইট ভিজিট করেন, আপনার ইন্টারনেট ডিভাইস এর আইপি এড্রেস সেই ওয়েবসাইট এর সার্ভারে পৌঁছে যাবে। এই আইপি অ্যাড্রেস এর মাধ্যমে সেই ওয়েবসাইট গুলো আপনার সম্পর্কে কিছু তথ্য পেয়ে যায়, যেমন আপনি সেই ওয়েবসাইটটি কোন লোকেশন থেকে ভিজিট করছেন, আপনি কোন ডিভাইস ইউজ করছেন ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আপনি যদি একটি প্রক্সি সার্ভার এর মাধ্যমে একই ওয়েবসাইট ব্রাউজ করেন, তাহলে এই প্রক্সি সার্ভারটি আপনার ডিভাইস এর আইপি এড্রেস না দেখিয়ে আপনার অনুরোধ এক্সেপ্ট করে সেই ওয়েবসাইটটির শেয়ার্ড প্রক্সি এর আইপি দেখাযবে ।
প্রক্সি কি (What is Proxy)
Proxy এর সহজ অর্থ বোঝায় অন্য কারো পক্ষে কাজ করা কিংবা অন্য কারো প্রতিনিধিত্ব করতে পারা।
প্রক্সি সার্ভার কি ?
আপনি যখন একটি প্রক্সি সার্ভার ব্যবহার করে ইন্টারনেট এর কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন, তখন এই প্রক্সি সার্ভারটি আপনার রিকোয়েস্ট গ্রহণ করে সেই ওয়েবসাইট এর সার্ভার এর সাথে কানেক্ট করে এবং তারপরে আপনি সেই ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারেন। আর প্রক্সি সার্ভার আপনার আইপি লুকিয়ে রাখে এবং পরিবর্তে নিজস্ব আইপি ইউজ করে ওয়েবসাইটটিকে এক্সেস করে।
প্রক্সি সার্ভার ব্যবহার এর সুবিধাসমূহ:
- প্রক্সি সার্ভার আপনাকে হ্যাকারদের হাত থেকে সেইফ রাখে।
- প্রক্সি সার্ভার একটি ফায়ারওয়াল এর মতো কাজ করবে অর্থাৎ আপনার কম্পিউটারকে ভাইরাস, ম্যালওয়্যার ইত্যাদি থেকে নিরাপদ রাখে।
- প্রক্সি সার্ভার এর সাহায্যে, আপনি আপনার ডিভাইস এর আইপি ঠিকানা হাইড রেখে নিরাপদে ইন্টারনেট ব্রাউক করতে পারেন।
- আপনি প্রক্সি সার্ভার ব্যবহার করে আপনার দেশ এর যেকোনো ব্লক করা ওয়েবসাইট গুলো অ্যাক্সেস করতে পারেন।
প্রক্সি সার্ভারের অসুবিধা
- আপনার তথ্য অন্যা থার্ডপার্টির কাছে চুরি হয়ে যাবার সম্ভাবনা থাকে।
- কিছু ক্ষতিকারক প্রক্সি আপনার ডিভাইসকে ভাইরাস দিয়ে আক্রমণ করার চেষ্টা করে।
Vpn এবং proxy এর মধ্যে পার্থক্য ?
ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যার সাথে প্রক্সি এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই কারণ কাজ একই রকমের প্রায়। আপনি এই দুইটির মাধ্যমে সেইফ ভাবে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন এবং আপনার এলাকা কিংবা কান্ট্রি ব্লক করা ও সাইট গুলোও ব্রাউজ করতে পারেন৷
প্রক্সি সাধারণত একজন ইউজার এর প্রাইভেট নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয় আর VPN বড় প্রতিষ্ঠানে বা কমার্শিয়াল ভাবে ইউজ হয়।
What's Your Reaction?