গুগল ম্যাপে আপনার বাসা বা অফিসের লোকেশন যোগ করবেন যেভাবে..
 
                                                                                                    - অপরিচিত অফিস কিংবা বাসা খুঁজে পেতে গুগল ম্যাপের তুলনা পাওয়া দুষ্কর। তবে খুঁজে পাওয়া এই লোকেশন কিন্তু এমনি এমনি গুগল ম্যাপে যুক্ত হয় নি। আপনার আমার মত কেউ একজন গুগল ম্যাপে লোকেশন যুক্ত করেছে বলেই আপনি তা সহজেই খুঁজে পাচ্ছেন।
* প্রথমে গুগল ম্যাপের অ্যাপে গিয়ে Contribution এর প্লাস আইকনে ক্লিক করুন। এবার উপরের Add place এ ক্লিক করুন। এবার উপরের নামের ঘরে আপনার অফিস বা বাসার যে নাম দিতে চান সেটি লিখুন। এবার লোকেশনটির ছবি মোবাইল নাম্বার যুক্ত করুন। এরপর আরও কিছু যুক্ত করত্র চাইলে ফাঁকা ঘরে লিখুন। এরপর সেইভ বাটনে ক্লিক করে উপরে থাকা সেন্ট বাটনে ক্লিক করুন। এরপর স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে মেইল আসবে এবং গুগল কর্তৃপক্ষ ২৪ ঘন্টা আপনার দেয়া তথ্য রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত হয়ে যাবে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	