নিজের বিয়েতে সাবেক প্রেমিকদের নিমন্ত্রণ!
নিজের বিয়েতে সাবেক প্রেমিকদের নিমন্ত্রণ জানিয়েছেন এক কনে। শুধু তাই নয়, সাবেক প্রেমিকদের একত্রে খাওয়ার জন্য আলাদা টেবিলেরও ব্যবস্থা রেখেছেন।
নিজের বিয়েতে সাবেক প্রেমিকদের নিমন্ত্রণ জানিয়েছেন এক কনে। শুধু তাই নয়, সাবেক প্রেমিকদের একত্রে খাওয়ার জন্য আলাদা টেবিলেরও ব্যবস্থা রেখেছেন।
ঘটনাটি চীনের হুবেই প্রদেশে। সাবেক প্রেমিকাদের খাওয়ার এই আয়োজনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযােগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় অনুুষ্ঠানে একটি টেবিলে অন্তত পাচঁজন তরুণ বসে আছেন। টেবিলের উপর রাখা একটি কার্ডে লেখা 'টেবিলটি সাবেক প্রেমিকদের জন্য'।
ভিডিও ক্লিপে আরও দেখা যায়, সাবেক প্রেমিকার বিয়ের ভোজ অনুষ্ঠানে বেশ শান্তই ছিলেন প্রেমিক তরুণেরা। যদিও চারপাশের জাকজমকপূর্ণ অনুষ্ঠানের সাথে ঠিকভাবে নিজেদের খাপ খাইয়ে নিতে পারছিলেন না তারা। অস্বস্তির ছাপ ছিল তাদের চোখে-মুখে। এদিকে ঐ পাচঁ তরুণের সঙ্গে একই টেবিলে বসে খেতে দেখা যায় দুই নারীকেও। জানা গেছে, এই নারীদ্বয় তরুণদের দুজনদের বর্তমান সঙ্গী।
উল্লেখ্য, এর আগে চীনের গুয়াংডং প্রদেশে এমন এক খবর গত বছরের জুনে ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছিল সাবেক প্রেমিকার বিয়ে খেতে এসে এক টেবিলে জড়ো হয়েছিলেন নয়জন তরুণ।
What's Your Reaction?