সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে যা যা দেখবেন

আজকের পোস্টে আলোচনা করবো সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে যা যা দেখবেন

সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে যা যা দেখবেন

সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে যা যা দেখবেন

আমরা সবাই জানি আইফোন কোম্পানি টপ লেভেল এর ব্রান্ড, সো সবার এই শখ কম বেশ আইফোন ব্যবহার করা, অনেকে আবার সেকেন্ড ফোন কিনে থাকে ইউজ এর জন্য তাই আজকে এই আর্টিকেল এ জানাবো ফোন কিনার আগে যে ৪ টি বিষয় কিয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ।

আইফোন কেনার আগে সতর্কতা

  1. প্রথমে iunlocker ওয়েবসাইট এ যেতে হবে।। এরপরে ফোনের IMEI নাম্বার দিয়ে চেক করবেন তাহলে ফোনে কোন ঝামেলা আছে কি না দু’নাম্বার ফোন কি না বুজতে পারবেন, ঝামেলা মুক্ত হলে Fresh দেখাবে।
  2. তারপরে ফোনের ব্যাটারি হেল্থ চেক করে নিবেন ৯০% এর নিচে হলে ব্যাটারি ব্যাকাপ বেশি একটা পাবেননা। তাই ৯০% এর উপরে ফোন কিনার চেষ্টা করবেন ব্যবহারিক বা সেকেন্ড হ্যান্ড ফোন। তবে কিছু অসাধু ব্যবসায়ী বুস্টার দিয়ে ব্যাটারি হেলথ বাড়িয়ে দেয়।
  3. তারপরে ফোনের Assistant touch অন করে ফোল Sceen এ ঘুড়াবেন ফোন টাচ ভালো কি না বুঝার জন্য।
  4. তার পরে সবশেষে ফোন এর ফেস লক চেক করবেন।

এভাবেই আইফোন কেনার আগে কিছু সতর্কতা অবলম্বন করে প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow