নগ্ন ফটোশ্যুট করতে গিয়ে আটক তিনি
ফের নগ্ন ফটোশুট করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পরলেন বেলজিয়ান নায়িকা মারিসা পাপেন। ভ্যাটিকান এর রাস্তায় দাঁড়িয়ে নগ্ন ফটোশুট করার কারণে বেলজিয়ান এই নায়িকাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শুধু এবারই নয়, এর আগেও তিনি নগ্ন ফটোশুট করতে গিয়ে পুলিশি ঝামেলায় জরিয়েছিলেন প্লেবয়ের এই নামী মডেল মারিসা পাপেন।
ভারতীয় প্রথম সারির একটি গণমাধ্যম এর খবর জানায়, ভ্যাটিকান এর রাস্তায় দাঁড়িয়ে ক্যামের এর সামনে নগ্ন হয়ে পোজ দেয়ার কারণে প্লেবয় এর এই বেলজিয়ান মডেল মারিসাকে গ্রেফতার করা হয়েছে।
ফটোশুটের ওই ছবি গুলো দেখা যায় যে, বড় ক্রুস পিঠে নিয়ে ভ্যাটিকান এর রাস্তা পার হচ্ছেন ওই মডেল। আর একটিতে জড়ো করা বাইবেল এর স্তূপে নগ্ন বসা মারিসা। রোমান ক্যাথলিক গির্জার সামনে এমন ছবি, স্বাভাবিক ভাবেই বিতর্কের ঝড় তোলে। যার কারণে গ্রেফতার করা হয়েছিলো বেলজিয়ান এই নায়িকাকে।
উল্লেখ্য, এর আগেও মিশর এর কার্নক মন্দির চত্বরে নগ্ন ফটোশুট করার অপরাধে মডেল মারিসা পাপেনকে জেল খাটতে পর্যন্ত হয়েছিল তার।
What's Your Reaction?