নিজেকে ভার্জিন দাবি করলেন শ্রী লেখা! কিভাবে?
শ্রী লেখা মিত্র ভার্জিন! অথচ কিছুদিন আগে তিনিই সতের বছরের জন্মদিন ধুমধাম করে পালন করলেন। তারপরও ফেইসবুকে ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী।
 
                                                                                                    শ্রী লেখা মিত্র ভার্জিন! অথচ কিছুদিন আগে তিনিই সতের বছরের জন্মদিন ধুমধাম করে পালন করলেন। তারপরও ফেইসবুকে ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী।
তার ছবিতে এক ফেইসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন "ভার্জিন লাগছে।" যা পরবর্তীতে স্ক্রিনশট দিয়ে শেয়ারও করেন শ্রীলেখা এবং নেটিজেনদের একের পর এক কটুক্তির শিকার হয়েছেন।
তবে এবার নিজেকে সত্যিই ভার্জিন দাবি করলেন শ্রী লেখা! এবং এমন দাবি করার পিছনে তার যুক্তিতে তিনি বলেন, মনের দিক থেকে এখনো তিনি ভার্জিন। শুধু তাই নয়, পেশাগতভাবেও নিজেকে ভার্জিন মনে করেন শ্রী লেখা মিত্র।
বিবাহ বিচ্ছেদের পরে অনেক বছর তিনি একাই রয়েছেন। মনের মানুষ খুজেঁন নি! তাই কী এই আক্ষেপ? দিন শেষে মানুষ তো মনের কথা বলারও মানুষ চায়। আক্ষেপের সুর টালিউড এই অভিনেত্রীর গলায়, আমার সতের বছরের মেয়ে। এখন তো ওর বিষয়ে এমন সমালোচনা হওয়ার কথা। সেখানে আমায় নিয়েই এমন কথা হচ্ছ! অনেক সময় নতুন জায়গায় ঘুরতে গেলেও আমরা বলি জায়গাটা কী ভার্জিন! কতো কিছু এক্সপ্লোর করার আছে!”
স্ক্রিন শট প্রসঙ্গে শ্রী লেখা বলেন, প্রথমে কমেন্টে যখন দেখলাম ওমন ভাবেই মানে খোঁজার চেষ্টা করেছি। তার উপর ট্রোলের ভার্জিন বানানও তিনি (ফেইসবুক ব্যবহারকারী) ভুল লিখেছেন। শ্রী লেখা মিত্রকে ট্রল করার জন্যও একটু পড়াশোনা লাগে!”
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	