কেমন ছিল 'কাছের মানুষ?' (স্পয়লারহীন রিভিউ)

কাছের মানুষ'কে বলতে পারেন 'সিম্পলের মধ্যে গর্জিয়াস'! আহামরি পেঁচানো কোন গল্প নেই, লুতুপুতু প্রেম বা থ্রিলের উত্তেজনাও নেই।

কেমন ছিল 'কাছের মানুষ?' (স্পয়লারহীন রিভিউ)

কাছের মানুষ'কে বলতে পারেন 'সিম্পলের মধ্যে গর্জিয়াস'! আহামরি পেঁচানো কোন গল্প নেই, লুতুপুতু প্রেম বা থ্রিলের উত্তেজনাও নেই। সাম্প্রতিক সময়ে দেব যেসব সিনেমা করছে, সেগুলোর মতই এই সিনেমাটা। তবে সিনেমার টাইমফ্রেম ও স্ক্রিনপ্লের ডিজাইনটা চমৎকার। Hoichoi এ 'তিনকাপ চা' নামে একটা ফিল্ম আছে, যার তিন পরিচালকের একজন পথিকৃত বসু। ফিল্মটা ভাল তবে সেটা নিয়ে খুব আলোচনা হয় নি। বাদবাকি পথিকৃতের সব কাজই রিমেক।

'কাছের মানুষ' লিখেছেন তিন রাইটার, যাদের একজন নারী। সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্র তিনটিই। গল্প আবর্তিত হয়েছে কুন্তল ও সুদর্শনের দুই আলাদা জগত এক জায়গায় এসে মিলিত হওয়া দিয়ে। কুন্তল তার ভাইয়ের মৃত্যু ও মায়ের প্যারালাইজড হবার জন্য নিজেকে দায়ি করে, আত্মহত্যা করতে চায়। আবার সুদর্শন বোনের চিকিৎসার জন্য কুন্তলের মৃত্যুকে কেন্দ্র করে ইন্সুরেন্স করে টাকা নিতে চায়। এই দুইয়ের মাঝে চলে আসে জীবনের নতুন ডাক আর হাসিখুশি মেয়ে আলো। 

সিনেমার গান খুব ভালো। প্রসেনজিৎ, দেব দুজনেই ভাল করেছে তবে গল্পের ডেপথ না থাকায় তাদের ততটা খাটনি করতে হয় নি। ইশা দারুন। 'গোলন্দাজ'র পর দেবের সাথে তার দ্বিতীয় কাজ, বেশ ভাল। তবে গল্পে ইন্টেন্স কম, ক্লাইম্যাক্স প্রেডিক্টেবল, কমেডি খুব দুর্বল। বাদবাকি যে জীবনবোধের গল্প বলা হয়েছে তা মানানসই।

ব্যক্তিগত র‍্যাটিং: ৬/১০

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow