আবারো বিয়ে করছেন তাহসান-মিথিলা
                                                
                                                    
                                                                             
                                                                                                     
                        
                                        
                            
                        
        
                        
                            
আবারো বিয়ে করছেন তাহসান-মিথিলা 
বিনোদন জগত এর অনেক তারকার মধ্যে আদর্শ দম্পতি হিসেবে সুপরিচিত ছিল সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলা। ভক্তরাও তাদেরকে সুখী পরিবার বলেই জানতো।
 
২০১৭ সাল এর ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে শোবিজ এর জনপ্রিয় এই তারকা জুটি তাহসান-মিথিলার বিচ্ছেদ এর ঘোষণা দেয়ার পর ভক্তরা অনেকেই হতাশ হন।
 
তবে এবার জানা গেল যে, এই সাবেক দম্পতি নিজেদের একমাত্র মেয়ে আইরা তাহরিম খানকে সাথে করে একসাথে নিউইয়র্ক এ ঘুরছেন।
 
এই দুই তারকার ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে জানা যায়, একমাত্র সন্তান নিয়ে দুইজনই এখন নিউইয়র্কে আছেন। সেখানকার এম্পায়ার স্টেট বিল্ডিংয় এর সামনে থেকে তাহসান ও মিথিলা তাদের মেয়ের ছবি আপলোড করেছেন ইন্সটাগ্রাম একাউন্টে।
 
সবার মনে এখন একটাই চিন্তা তবে কি ঈদের পরেই আবারো বিয়ে করছেন তাহসান-মিথিলা?
 
তাহসান এর আপলোড করা ছবিতে দেখা যায়, মেয়েকে ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর মিথিলা মেয়ের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার শট পোস্ট করেছেন। এই দুই ছবিতেই আইরা তাহরিম খানকে একই পোশাকে দেখা গিয়েছে।
 
এছাড়া দুই জনই নিউইয়র্ক এর সেন্ট্রাল পার্ক সহ অন্যান্য স্থান থেকে মেয়ের একাধিক শট আপলোড করেছেন। যা নিয়ে ভক্তরা কমেন্টে প্রশ্ন রেখেছেন আবারও কি এক হচ্ছেন কিনা দুইজন?
 
এদিকে এই শনিবার রাতেই তোমার জন্য সারপ্রাইজ আছে’ তাহসান খানের এমনই এক স্ট্যাটাস এ লক্ষ মেয়ে ভক্ত এর মনে এখন আগুন জ্বলছে, সেই আগুনে এই যেন ঘি ডেলে দিয়েছে সারপ্রাইজ এর অপেক্ষায় থাকার কথা জানিয়ে তাহসান এর সাবেক স্ত্রী মিথিলার করা অপর এক স্ট্যাটাস।
 
বুধবার (১২ মে) রাতেই জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান তার ভেরিফায়ইড ফেসবুক পেজে লেখেন, “I have a surprise for YOU this Saturday night…” অর্থ “এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে”।
 
এমন স্ট্যাটাস সর পরেই তাহসানের সাবেক স্ত্রী রাফিয়া রশিদ মিথিলা লেখেন, “Really !!!??……..Waiting for THE surprise” অর্থ “আসলেই!!!??…… সারপ্রাইজের অপেক্ষায় থাকলাম” এই দুই স্ট্যাটাসের মধ্য দিয়েই ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়।
 
অনেকেই মনে করছেন, বিয়ের ঘোষণা দিতে যাচ্ছেন সংগীতশিল্পী তাহসান খান।