এক সুন্দর রাতের অ্যাডভেঞ্চার 'রাত বাকি হ্যায়'!
ওয়েব সিরিজটির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি রাতের গল্প। বাগদানের রাতে কার্তিক শর্মার বাগদত্তা ভানী চোপড়াকে নির্মমভাবে হত্যা করা হয়। খুন কে বা কারা করেছে সেটা জানা যাচ্ছে না। তবে এরপর থেকেই নিখোঁজ রয়েছেন কার্তিক শর্মা। স্বাভাবিকভাবেই খুনের প্রধান সন্দেহভাজন হিসেবে তার দিকেই আঙ্গুল উঠে এসেছে।
কার্তিক শর্মাকে পাওয়া গেল কিংয়ের প্রাসাদের কাছে। সেখানে তার কাকতালীয়ভাবে দেখা হয় প্রাক্তন প্রেমিক ভাসুকির সাথে। দীর্ঘ ১২ বছর পর তারা একে অপরের সাথে সাক্ষাত করছে। কিন্তু ঘটনাক্রমে কার্তিক পালিয়ে বেড়াচ্ছেন। রাজেশ আহলাওয়াত একজন তীক্ষ্ণ বুদ্ধিমান পুলিশ। তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত করতে নেমেছেন। এখন শেষ পর্যন্ত এই মামলার সমাধান কী রাজেশ করতে পারবেন? কার্তিক কী সত্যিই নির্দোশ? সেটাই বলবে এই গল্পের শেষাংশ।
জানা গেছে, অতুল সত্য কৌশিকের হিন্দি নাটক ‘বাল্যচেঞ্জ ১৯৯০’ অবলম্বনে ওয়েব সিরিজটির কাহিনী কিছুটা টুইট করা হয়েছে এবং পটভূমি কলকাতা থেকে রাজস্থানে স্থানান্তরিত হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য 'রাত বাাকি হ্যায়'তে কিছুটা স্বতন্ত্র হওয়ার চেষ্টাও ছিল যা অপ্রত্যাশিত বলা যায়। তবে হত্যার রহস্য বেশ কিছু সময় ধরে আপনাকে গল্পে বুঁদ রাখতে বাধ্য।
তবে ওয়েবসিরিজটি নিয়ে সমালোচনায় বলতে হবে, একটা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনকে কেন্দ্র করে নির্মিত এই গল্পের ওয়েব সিরিজটি দর্শক বিনোদিত করতে ততটা ভূমিকা রাখতে পারেনি, আবার উচ্চ মার্গীয় থ্রিলিং গল্প হিসেবেও রাত বাকি হ্যায় ততটা সাসপেন্স হয়তো ধরে রাখতে সক্ষম হয় নি।
ওয়েব ফিল্ম: রাত বাকি হ্যায়
ক্যাটাগরি: ক্রাইম থ্রিলার
পরিচালক : অবিনাশ দাস
অনলাইন প্লাটফর্ম: জি 5
অভিনয়শিল্পী : অনুপ সনি, রাহুল দেব, পোয়ালি বাঁধ